Tuesday, November 22

স্মার্টফোন আসক্তি দূর করতে আসছে অ্যান্টি-স্মার্টফোন

স্মার্টফোন আসক্তি দূর করতে আসছে অ্যান্টি-স্মার্টফোন

কানাইঘাট নিউজ ডেস্ক: বিশ্বজুড়ে অনেক স্মার্টফোন ব্যবহারকারীরা অভিযোগ করেছেন যে, জীবনের শান্তি কেড়ে নিয়েছে স্মার্টফোন৷ কাজের সুবিধা হলেও বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়ার সময় নেই, পরিবারের সঙ্গে গল্প করার ফুরসত নেই এই স্মার্ট ফোনের কারণে। দিন দিন ভার্চুয়াল দুনিয়ায় তারা বন্দি হয়ে যাচ্ছেন৷

আর এই অসুখের হাত থেকেই বাঁচাতে আসছে অ্যান্টি-স্মার্টফোন যা বাজারে ‘লাইট ফোন’ নামেই পরিচিত৷ একটি চিনা সংস্থার দীর্ঘ কয়েক বছরের গবেষণার ফসল এই নয়া ফোন৷ আগামী ৩০ নভেম্বর হ্যান্ডসেটটি বাজারে আসবে৷

তবে আপাতত একটি ‘বেটা ভার্সন’ বাজারে আসছে, দ্রুতই আরও উন্নত মডেলটি আত্মপ্রকাশ করবে বলে সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত একটি বিবৃতিতে দাবি করা হয়েছে৷ সাদা রঙের হ্যান্ডসেটটির দাম পড়বে ৭০০০ টাকা৷

এই ফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার হলো, এতে আধুনিক স্মার্টফোনের কোনো সুযোগ-সুবিধা মিলবে না৷ ইন্টারনেট সার্ফিং করার কোনো সুযোগ নেই৷ স্বাভাবিকভাবেই, ফেসবুক, হোয়াটসঅ্যাপ করার কোনো সুযোগ নেই৷ একটিমাত্র ন্যানো সিম কার্ড ছাড়া আর একটিও সিম বা এসডি কার্ড ঢোকানোর সুযোগ নেই৷ ওই একটি সিম কার্ডও আবার টু-জি৷ ছবি তোলার জন্য কোনো ক্যামেরাও নেই৷ যার মানে, সেলফি তোলার বাতিক থেকেও মুক্তি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়