কানাইঘাট নিউজ ডেস্ক: কিউবার
বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো আর নেই। বাংলাদেশ সময় আজ শনিবার সকালে
(স্থানীয় সময় রাত ১০টা ২৯ মিনিট) ৯০ বছর বয়সে তিনি মারা যান বলে কিউবার
রাষ্ট্রীয় টিভির এক ঘোষণায় জানানো হয়েছে।
কিউবা বিপ্লবের প্রধান নেতা ফিদেল ১৯৫৯ সালেল ফেব্রুয়ারি থেকে ১৯৭৬ সালের ডিসেম্বর পর্যন্ত কিউবার প্রধানমন্ত্রী ছিলেন। কিউবায় সমাজতান্ত্রিক বিপ্লবের পর অর্ধশতক কাল দেশ শাসন করে ২০০৮ সালে ক্ষমতা ছোট ভাই রাউল কাস্ত্রোকে ছেড়ে দিয়ে অবসরে গিয়েছিলেন তিনি।
কিউবার সমাজতান্ত্রিক বিপ্লবে নেতৃত্ব দেওয়ার পর ১৯৫৯ সালে ফিদেল কাস্ত্রো দেশটির ক্ষমতা গ্রহণ করেন। যুক্তরাষ্ট্রের নাকের ডগায় বামপন্থী নেতৃত্বের উত্থান ভালোভাবে নেয়নি মার্কিনিরা। কাস্ত্রোকে বহুবার হত্যাচেষ্টা করা হয়। সৌভাগ্যক্রমে তিনি বেঁচে যান। স্বাস্থ্যগত কারণে ২০০৬ সাল থেকে কাস্ত্রো জনসমক্ষে আসা কমাতে থাকেন। ২০০৮ সালে ভাই রাউল কাস্ত্রোর কাছে ক্ষমতা হস্তান্তর করেন তিনি। অনেক দিন ধরেই ফিদেলকে জনসমক্ষে কম দেখা যেত।
গত ১৩ আগস্ট মহাসমারোহে ফিদেল কাস্ত্রোর ৯০তম জন্মদিন উদ্যাপন করে কিউবার জনগণ। ওই অনুষ্ঠানেও সবার সামনে আসেননি তিনি। আজ বিশ্বজুড়ে লাখো ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন কিউবার সমাজতান্ত্রিক আন্দোলনের এই মহান নেতা।
কিউবা বিপ্লবের প্রধান নেতা ফিদেল ১৯৫৯ সালেল ফেব্রুয়ারি থেকে ১৯৭৬ সালের ডিসেম্বর পর্যন্ত কিউবার প্রধানমন্ত্রী ছিলেন। কিউবায় সমাজতান্ত্রিক বিপ্লবের পর অর্ধশতক কাল দেশ শাসন করে ২০০৮ সালে ক্ষমতা ছোট ভাই রাউল কাস্ত্রোকে ছেড়ে দিয়ে অবসরে গিয়েছিলেন তিনি।
কিউবার সমাজতান্ত্রিক বিপ্লবে নেতৃত্ব দেওয়ার পর ১৯৫৯ সালে ফিদেল কাস্ত্রো দেশটির ক্ষমতা গ্রহণ করেন। যুক্তরাষ্ট্রের নাকের ডগায় বামপন্থী নেতৃত্বের উত্থান ভালোভাবে নেয়নি মার্কিনিরা। কাস্ত্রোকে বহুবার হত্যাচেষ্টা করা হয়। সৌভাগ্যক্রমে তিনি বেঁচে যান। স্বাস্থ্যগত কারণে ২০০৬ সাল থেকে কাস্ত্রো জনসমক্ষে আসা কমাতে থাকেন। ২০০৮ সালে ভাই রাউল কাস্ত্রোর কাছে ক্ষমতা হস্তান্তর করেন তিনি। অনেক দিন ধরেই ফিদেলকে জনসমক্ষে কম দেখা যেত।
গত ১৩ আগস্ট মহাসমারোহে ফিদেল কাস্ত্রোর ৯০তম জন্মদিন উদ্যাপন করে কিউবার জনগণ। ওই অনুষ্ঠানেও সবার সামনে আসেননি তিনি। আজ বিশ্বজুড়ে লাখো ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন কিউবার সমাজতান্ত্রিক আন্দোলনের এই মহান নেতা।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়