Tuesday, November 1

মিশিগানে সড়ক দুর্ঘটনায় সিলেটের ২ যুবক নিহত

ফাইল ছবি।
কানাইঘাট নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেইটের হ্যামট্রামিক সিটিতে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সিলেটের ২ যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১ জন। স্থানীয় সময় শনিবার (২৯ অক্টোবর) রাত ৩ টায় এ ঘটনা ঘটে। নিহত দু’জন হচ্ছে- সিলেটের গোলাপগঞ্জের কায়স্থগ্রামের রবিউল আলম (১৯) এবং সুনামগঞ্জের আশিষ দিবাকর পাল (২০)। এদের মধ্যে রবিউল মিশিগান স্টেইটের হ্যামট্রামিক সিটিতে এবং আশিষ মিশিগান স্টার্লিং হাইটে বসবাস করতেন। স্থানীয় সূত্র জানায়- রাতে প্রাইভেটকার নিয়ে ঘুরতে বের হন নিহতরা। এসময় বেপরোয়া গতিতে কার চালানো অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্বের একটি বিদ্যুতের পুলে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তাদের ২ জনের মৃত্যু হয়। এসময় আহত হন ওমর হাদী (১৯) নামের আরো একজন। ওমর হ্যামট্রামিকের ক্যানিফোর বাসিন্দা। তার গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজারে। প্রসঙ্গত, রবিউলের বাবা ও একভাই এর আগে যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়