কানাইঘাট নিউজ ডেস্ক:
ভারতের কাছে হার দিয়ে মহিলা এশিয়া টি-টোয়েন্টি কাপ শুরু করা বাংলাদেশ প্রথম
জয়ের স্বাদ পেয়েছে থাইল্যান্ডের বিপক্ষে। এদিন থাইল্যান্ডকে ৩৫ রানে
হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৮৮ রান করে বাংলাদেশ। জবাবে ১৮ ওভার ৩ বলে ৫৩ রানে গুটিয়ে যায় থাইল্যান্ডের ইনিংস।
লক্ষ্য তাড়ায় শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় থাইল্যান্ড। পান্না-রুমানাদের দারুণ বোলিংয়ে স্বাগতিকদের নয় জনই ফিরেন এক অঙ্কের ঘরে। সর্বোচ্চ ২১ রান করেন নাত্তাকান চান্তাম ।এছাড়া দুই অঙ্কে যান কেবল অধিনায়ক সোরনারিন।
এর আগে টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ ৮ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে। তৃতীয় উইকেটে ফারগানাকে সঙ্গে নিয়ে ৪২ রানের জুটি গড়েন সানজিদা।
তবে সানজিদা ৩৮ রানে আউট হওয়ার পর আর কেউ দাঁড়াতে না পারলে ৮৮ রানেই শেষ হয় বাংলাদেশের ইনিংস।
জবাবে ব্যাট করতে নেমে পান্না ঘোষ আর রুমানার বোলিং তোপে মাত্র ৫৩ রানেই শেষ হয়ে যায় স্বাগতিকদের ইনিংস। বাংলাদেশের পক্ষে পান্না ঘোষ ৪ আর রুমানা নেন ৩ উইকেট।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৮৮ রান করে বাংলাদেশ। জবাবে ১৮ ওভার ৩ বলে ৫৩ রানে গুটিয়ে যায় থাইল্যান্ডের ইনিংস।
লক্ষ্য তাড়ায় শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় থাইল্যান্ড। পান্না-রুমানাদের দারুণ বোলিংয়ে স্বাগতিকদের নয় জনই ফিরেন এক অঙ্কের ঘরে। সর্বোচ্চ ২১ রান করেন নাত্তাকান চান্তাম ।এছাড়া দুই অঙ্কে যান কেবল অধিনায়ক সোরনারিন।
এর আগে টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ ৮ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে। তৃতীয় উইকেটে ফারগানাকে সঙ্গে নিয়ে ৪২ রানের জুটি গড়েন সানজিদা।
তবে সানজিদা ৩৮ রানে আউট হওয়ার পর আর কেউ দাঁড়াতে না পারলে ৮৮ রানেই শেষ হয় বাংলাদেশের ইনিংস।
জবাবে ব্যাট করতে নেমে পান্না ঘোষ আর রুমানার বোলিং তোপে মাত্র ৫৩ রানেই শেষ হয়ে যায় স্বাগতিকদের ইনিংস। বাংলাদেশের পক্ষে পান্না ঘোষ ৪ আর রুমানা নেন ৩ উইকেট।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়