Saturday, November 26

জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এড. লুৎফর রহমানকে মুমিন চৌধুরী'র শুভেচ্ছা


নিজস্ব প্রতিবেদক: সাবেক গণ পরিষদ সদস্য,সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জেলা পরিষদের বর্তমান প্রশাসক প্রবীণ রাজনীতিবিদ এড. লুৎফুর রহমান আসন্ন সিলেট জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ায় কানাইঘাট উপজেলা তৃণমূল পর্যায়ে আওয়ামীলীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। অত্যন্ত সৎ ও সর্বজন জননন্দিত ব্যক্তিত্ব প্রবীণ রাজনীতিবিদ সিলেটের মাটি ও মানুষের বন্ধু আওয়ামীলীগের নিবেদিত প্রাণকর্মী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম সহচর এড. লুৎফুর রহমানকে সিলেট জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন দেওয়ায় দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে লুৎফুর রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য,জেলা আওয়ামীলীগ নেতা সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আব্দুল মুমিন চৌধুরী। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, এড. লুৎফুর রহমানকে সিলেট জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়ায় দলমত নির্বিশেষে নির্বাচিত জনপ্রতিনিধিদের ভোটে তিনি বিপুল নির্বাচিত হবেন এবং সিলেটের তৃণমূল পর্যায়ে জেলা পরিষদের উন্নয়ন কর্মকান্ড মানুষের দূর গোড়ায় পৌঁছে দিতে সক্ষম হবেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়