Friday, November 18

জেলা পরিষদ নির্বাচনের তফসিল রোববার


কানাইঘাট নিউজ ডেস্ক: জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামী রোববার। এতে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হতে পারে। এছাড়া ২ ও ৩ ডিসেম্বর প্রার্থীরা যাচাই-বাছাই এবং ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ হতে পারে। নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আগামী ২৮ ডিসেম্বর জেলা পরিষদের ভোটগ্রহণের সময় নির্ধারণ করা হয়েছে। দেশে প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচন হতে যাচ্ছে। আর প্রথমবার নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে সরকার নির্বাচনের তারিখ ঠিক করবে বলে জেলা পরিষদ আইনে উল্লেখ হয়েছে। পার্বত্য তিন জেলা ছাড়া দেশের ৬১টি জেলায় ইলেক্টরাল কলেজ পদ্ধতিতে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ‘জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার সব প্রস্তুতি আমরা শেষ করেছি। সরকার ইতোমধ্যে এ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। ওই তারিখ ধরে আমরা রবিবার তফসিল ঘোষণা করতে পারবো বলে আশা করছি।’ এর আগে ১৪ নভেম্বর জেলা পরিষদ নির্বাচন বিধিমালা ও আচারণ বিধিমালার প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীরা প্রচলিত পদ্ধতিতে হাতে হাতে মনোনয়নপত্র জমা দেওয়ার পাশাপাশি অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ারও সুযোগ পাবেন। আইন অনুযায়ী, প্রতিটি জেলায় স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের জনপ্রতিনিধিদের ভোটে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা নির্বাচিত হবেন। প্রতিটি জেলায় ১৫ জন সাধারণ ও পাঁচজন সংরক্ষিত মহিলা সদস্য থাকবেন। প্রসঙ্গত, স্থানীয় সরকারের অন্যান্য স্তরের শীর্ষ পদটি রাজনৈতিক দলের মনোনয়নে হলেও জেলা পরিষদ নির্বাচনটি নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হচ্ছে। সারা দেশের জেলা পরিষদে প্রায় ৬৫ হাজার জনপ্রতিনিধি ভোটাধিকার প্রয়োগ করবেন। আইন অনুযায়ী প্রত্যেক জেলার অন্তর্ভুক্ত সিটি করপোরেশনের (যদি থাকে) মেয়র ও কাউন্সিলর, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ও ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও কাউন্সিলর এবং ইউপির চেয়ারম্যান ও সদস্য জেলার পরিষদের চেয়ারম্যান ও সদস্য জেলা পরিষদ নির্বাচনের ভোটার হবেন। তাদের ভোটেই জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য নির্বাচিত হবেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়