Friday, November 25

সিলেট জেলা পরিষদ নির্বাচনে ১৫নং ওয়ার্ড থেকে সদস্য পদে আ’লীগ নেতা রিংকু চক্রবর্তী


নিজস্ব প্রতিবেদক: আসন্ন সিলেট জেলা পরিষদের নির্বাচনে ১৫নং ওয়ার্ড থেকে সদস্য পদে নির্বাচন করার লক্ষ্যে কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা রিংকু চক্রবর্তী নির্বাচনী মাঠে ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছেন। জেলা পরিষদের ১৫নং ওয়ার্ড থেকে সদস্য পদে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য ইতিমধ্যে তার নির্বাচনী ওয়ার্ডের ৭টি ইউনিয়নের ভোটার নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের নিয়ে মতবিনিময়ের পাশাপাশি তাদের সমর্থন আদায়ের লক্ষ্যে দলীয় নেতাকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের নিয়ে প্রচারনায় নেমেছেন। ১৫নং ওয়ার্ড থেকে বেশ কয়েকজন প্রার্থী সদস্য পদে নির্বাচন করার লক্ষ্যে তৎপরতা শুরু করলেও প্রচারনার দিক থেকে বর্তমান উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ছাত্রলীগের সাবেক আহ্বায়ক দলমতের উর্ধ্বে উঠে সকলের কাছে পরিচিত মুখ রিংকু চক্রবর্তী এগিয়ে রয়েছেন। ইতিমধ্যে ১৫নং ওয়ার্ডের নির্বাচিত অধিকাংশ ভোটার তার প্রতি স্বতঃস্ফুর্ত সমর্থন জানিয়েছেন। এ ব্যাপারে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত আওয়ামীলীগ নেতা রিংকু চক্রবর্তীর সাথে কথা হলে তিনি বলেন, নির্বাচন কমিশন কর্তৃক জেলা পরিষদের নির্বাচন আহ্বানের পর থেকে তিনি নির্বাচনে অংশগ্রহণ করার লক্ষ্যে সিলেট জেলা পরিষদের ১৫নং ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য মাঠে কাজ করে যাচ্ছেন। এ ওয়ার্ডের নির্বাচিত ভোটাররা তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তাদের সমর্থন ব্যক্ত করায় সকলের সহযোগিতা নিয়ে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন। এক্ষেত্রে দলের সমর্থনও চেয়েছেন তিনি। প্রচারনায় রিংকু চক্রবর্তী এ ওয়ার্ডের আর্ত্মসামাজিক উন্নয়নে তার বিভিন্ন পরিকল্পনার কথা ভোটারদের কাছে তুলে ধরতে সক্ষম হয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়