কানাইঘাট নিউজ ডেস্ক: বলিউড
বাদশা শাহরুখ খান ও সুপারস্টার রণবীর কাপুরকে কি আবারো একসঙ্গে দেখা যাবে
এমন প্রশ্ন ঘুর-পাক খাচ্ছিল তাদের ভক্তদের মনে। করণ জোহরের 'অ্যায় দিল
হ্যায় মুশকিল' ছবিতে তারা একসঙ্গে অভিনয় করেছে এ জন্য ভক্তরা আশা করতেই
পারে।
তবে বলিউড মহলে জোর গুঞ্জন, রাশিয়ান প্রযোজক অ্যালেক্সি পেত্রুহাইনের ছবি 'ভিআইওয়াই: জার্নি টু ইন্ডিয়া'য় এই দুই নায়ককে আবার জুটি বাঁধতে দেখা যাবে। শুধু তাই নয় শাহরুখকে লিড রোলে চাইছেন অ্যালেক্সি।
ভারতীয় একটি ইংরেজি দৈনিকের খবর, ছবিতে কাজ করার জন্য ইতিমধ্যেই শাহরুখ ও রণবীরকে প্রস্তাব দিয়েছেন অ্যালেক্সি। শুধু অভিনয়ই নয়, বলিউড বাদশাকে ছবিটির কো-প্রোডিউসার হওয়ার প্রস্তাবও তিনি দিয়েছেন। যদিও এখনও পর্যন্ত শাহরুখের সম্মতি মেলেনি।
একই সঙ্গে রণবীর কাপুরকেও এই ছবিতে অভিনয়ের প্রস্তাব দেয়া হয়েছে। অ্যালেক্সির কথায়, আমরা বলিউডের এই দুই অভিনেতাকে একসঙ্গে চাইছি।
রাশিয়ান এই প্রযোজক জানিয়েছেন, 'ভিআইওয়াই: জার্নি টু ইন্ডিয়া' একটি মিস্টিক অ্যাডভেঞ্চার থ্রিলার। ভিআইওয়াই আসলে ট্রিলজি। এর প্রথম পর্ব রাশিয়ায় রিলিজের প্রথম সপ্তাহেই বক্সঅফিসে রেকর্ড করেছিল। পরের ছবি 'ভিআইওয়াই-2: জার্নি টু চায়না'য় ছিলেন জ্যাকি চ্যান ও আর্নল্ড শোয়ার্জেনেগার। ভিআইওয়াই ট্রিলজির চূড়ান্ত পর্ব 'জার্নি টু ইন্ডিয়া'র চিত্রনাট্যে ভারত ও রাশিয়াকে একসঙ্গে ধরা হয়েছে।
জানা গেছে, এটি বিগ বাজেটের ছবি। বাজেট ধরা হয়েছে ৪ কোটি মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ২৭২ কোটি ৬৪ লক্ষ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০০ কোটি)। গোটা বিশ্বে একসঙ্গে ছবিটি মুক্তি পাবে।
তবে বলিউড মহলে জোর গুঞ্জন, রাশিয়ান প্রযোজক অ্যালেক্সি পেত্রুহাইনের ছবি 'ভিআইওয়াই: জার্নি টু ইন্ডিয়া'য় এই দুই নায়ককে আবার জুটি বাঁধতে দেখা যাবে। শুধু তাই নয় শাহরুখকে লিড রোলে চাইছেন অ্যালেক্সি।
ভারতীয় একটি ইংরেজি দৈনিকের খবর, ছবিতে কাজ করার জন্য ইতিমধ্যেই শাহরুখ ও রণবীরকে প্রস্তাব দিয়েছেন অ্যালেক্সি। শুধু অভিনয়ই নয়, বলিউড বাদশাকে ছবিটির কো-প্রোডিউসার হওয়ার প্রস্তাবও তিনি দিয়েছেন। যদিও এখনও পর্যন্ত শাহরুখের সম্মতি মেলেনি।
একই সঙ্গে রণবীর কাপুরকেও এই ছবিতে অভিনয়ের প্রস্তাব দেয়া হয়েছে। অ্যালেক্সির কথায়, আমরা বলিউডের এই দুই অভিনেতাকে একসঙ্গে চাইছি।
রাশিয়ান এই প্রযোজক জানিয়েছেন, 'ভিআইওয়াই: জার্নি টু ইন্ডিয়া' একটি মিস্টিক অ্যাডভেঞ্চার থ্রিলার। ভিআইওয়াই আসলে ট্রিলজি। এর প্রথম পর্ব রাশিয়ায় রিলিজের প্রথম সপ্তাহেই বক্সঅফিসে রেকর্ড করেছিল। পরের ছবি 'ভিআইওয়াই-2: জার্নি টু চায়না'য় ছিলেন জ্যাকি চ্যান ও আর্নল্ড শোয়ার্জেনেগার। ভিআইওয়াই ট্রিলজির চূড়ান্ত পর্ব 'জার্নি টু ইন্ডিয়া'র চিত্রনাট্যে ভারত ও রাশিয়াকে একসঙ্গে ধরা হয়েছে।
জানা গেছে, এটি বিগ বাজেটের ছবি। বাজেট ধরা হয়েছে ৪ কোটি মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ২৭২ কোটি ৬৪ লক্ষ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০০ কোটি)। গোটা বিশ্বে একসঙ্গে ছবিটি মুক্তি পাবে।
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়