কানাইঘাট নিউজ ডেস্ক:
টাঙ্গাইলের মির্জাপুরে অ্যাম্বুলেন্স ও ট্রাকের সংঘর্ষে রোগীসহ ছয়জন আহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাসের বাওয়ার কুমার জানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের প্রথমে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে অ্যাম্বুলেন্সের চালক ইস্কান্দারের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। ভোরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নেয়া হয়েছে।
ইস্কান্দার ঢাকার ধানমন্ডিতে বসবাস করেন বলে জানা গেছে। আহতদের বাড়ি গাইবান্ধা জেলায় বলে জানা গেছে।
পুলিশ জানায়, উত্তরবঙ্গগামী অ্যাম্বুলেন্স ও ঢাকাগামী বালুবোঝাই ট্রাক মহাসড়কের ওই স্থানে পৌঁছালে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সকে ধাক্কা দেয়। এতে উভয় গাড়ি মহাসড়কের নিচে পড়ে যায়।
এ ঘটনায় অ্যাম্বুলেন্স দুমড়েমুচড়ে চালকসহ ৬ যাত্রী গুরুতর আহত হন। দূর্ঘটনার পর হাইওয়ে ও থানা পুলিশ এবং মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের লোকজন এসে আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করে। তবে ট্রাকচালক পালিয়ে গেছে।
এ ব্যাপারে মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খলিলুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন।
--ঢাকাটাইমস
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়