কানাইঘাট নিউজ ডেস্ক: টেস্টে
এক বছরে ৫০০ রান ও ৫০ উইকেট শিকার করে নতুন রেকর্ড গড়লেন রবিচন্দন অশ্বিন।
বল হাতে ৫০ উইকেট আগেই শিকার করলেও ইংল্যান্ডের বিপক্ষে মোহালি টেস্টের
দ্বিতীয় দিনে ব্যাট হাতে ৫০০ রান ছাড়িয়ে করেন অসাধারণ এক 'ডাবল'।
মোহালি টেস্টের দ্বিতীয় দিনশেষে ৫৭ রানে অপরাজিত আছেন অশ্বিন। ২০১৬ সালে মোট ১০টি টেস্ট খেলেছেন অশ্বিন। এর মধ্যে ব্যাট হাতে ৪৮.১৮ গড়ে করেছেন ৫৩০ রান, আর উইকেট নিয়েছেন ৫৬টি।
ভারতের কপিল দেবের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন অশ্বিন। কপিল দেব এ কীর্তি গড়েছিলেন দুবার। একবার ১৯৭৯ সালে ১৬ টেস্টে করেছিলেন ৬১৭ রান, উইকেট নিয়েছিলেন ৭৪টি। এরপর ১৯৮৩ সালে ১৮ টেস্ট খেলে করেছিলেন ৫৭৯ রান, উইকেট নিয়েছিলেন ৭৫টি।
তবে প্রথম এই কীর্তি গড়েছিলেন ইয়ান বোথাম। ১৯৭৮ সালে ১২ টেস্টে ৫৯৭ রান করেছিলেন ইংলিশ কিংবদন্তি, উইকেট নিয়েছিলেন ৬৬টি। ১৯৮১ সালে ৬২৯ রান করেছিলেন ১৩ টেস্টে, উইকেট ৬২টি।
এক পঞ্জিকাবর্ষে ৫০ উইকেট নেওয়ার পাশাপাশি সবচেয়ে বেশি রানের রেকর্ড অ্যান্ড্রু ফ্লিনটফের। ২০০৫ সালে ১৪ টেস্টে রান করেছিলেন ৭০৯, উইকেট নিয়েছিলেন ৬৮টি।
২০০৮ সালে প্রথম স্পিনার হিসেবে এই ডাবল করে দেখিয়েছিলেন ভেটোরি। ১৪ টেস্টে নিউ জিল্যান্ড অধিনায়ক করেছিলেন ৬৭২ রান, নিয়েছিলেন ৫৪ উইকেট।
মোহালি টেস্টের দ্বিতীয় দিনশেষে ৫৭ রানে অপরাজিত আছেন অশ্বিন। ২০১৬ সালে মোট ১০টি টেস্ট খেলেছেন অশ্বিন। এর মধ্যে ব্যাট হাতে ৪৮.১৮ গড়ে করেছেন ৫৩০ রান, আর উইকেট নিয়েছেন ৫৬টি।
ভারতের কপিল দেবের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন অশ্বিন। কপিল দেব এ কীর্তি গড়েছিলেন দুবার। একবার ১৯৭৯ সালে ১৬ টেস্টে করেছিলেন ৬১৭ রান, উইকেট নিয়েছিলেন ৭৪টি। এরপর ১৯৮৩ সালে ১৮ টেস্ট খেলে করেছিলেন ৫৭৯ রান, উইকেট নিয়েছিলেন ৭৫টি।
তবে প্রথম এই কীর্তি গড়েছিলেন ইয়ান বোথাম। ১৯৭৮ সালে ১২ টেস্টে ৫৯৭ রান করেছিলেন ইংলিশ কিংবদন্তি, উইকেট নিয়েছিলেন ৬৬টি। ১৯৮১ সালে ৬২৯ রান করেছিলেন ১৩ টেস্টে, উইকেট ৬২টি।
এক পঞ্জিকাবর্ষে ৫০ উইকেট নেওয়ার পাশাপাশি সবচেয়ে বেশি রানের রেকর্ড অ্যান্ড্রু ফ্লিনটফের। ২০০৫ সালে ১৪ টেস্টে রান করেছিলেন ৭০৯, উইকেট নিয়েছিলেন ৬৮টি।
২০০৮ সালে প্রথম স্পিনার হিসেবে এই ডাবল করে দেখিয়েছিলেন ভেটোরি। ১৪ টেস্টে নিউ জিল্যান্ড অধিনায়ক করেছিলেন ৬৭২ রান, নিয়েছিলেন ৫৪ উইকেট।
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়