Friday, November 25

মিশরে গাড়িবোমা হামলা, ৮ সেনা নিহত

মিশরে গাড়িবোমা হামলা, ৮ সেনা নিহত
কানাইঘাট নিউজ ডেস্ক: মিশরের একটি তল্লাশি চৌকিতে গাড়িবোমা হামলায় আট সেনা নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটির উত্তর সিনাই অঞ্চলে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

বিবিসি বলছে, বৃহস্পতিবার সন্ধ্যায় চালানো এই হামলার ঘটনায় তিনজন হামলাকারীও নিহত হয়েছেন। বাকি হামলাকারীরা পালিয়ে গেছেন বলে জানানো হয়েছে।

এর আগে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আল-আরিশ শহরের একটি তল্লাশি চৌকিতে হামলাকারীরা রকেট চালিত গ্রেনেড হামলা চালিয়েছে। এর আগে মুখোশধারীরা ব্যক্তিরা ওই তল্লাশি চৌকি লক্ষ্য করে গুলিও ছুঁড়েছিল। ওই হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছে। দুটি ঘটনাই একই নাকি পৃথক তা নিশ্চিত হওয়া যায়নি।

বেশ কয়েকবছর ধরে মিশরীয় সেনাবাহিনী ওই অঞ্চলের ইসলামপন্থি জঙ্গিগোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই চালাচ্ছে।  ২০১২ থেকে ২০১৫ সালের মধ্যে ইসলামপন্থি গোষ্ঠীগুলো উত্তর সিনাইয়ে ৪শ’রও বেশি হামলার ঘটনা ঘটিয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়