কানাইঘাট নিউজ ডেস্ক:
কানাইঘাট উপজেলার দারিদ্র বিমোচন, আর্থ সামাজিক ও জীবন মানোউন্নয়নের লক্ষ্য নিয়ে গঠিত হয়েছে কানাইঘাট ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে। এই ট্রাষ্ট দারিদ্র্য মানুষকে স্বনির্ভর করে দারিদ্রতা বিমোচন ও অার্থিকভাবে অস্বচ্ছল মেধাবীদের সহায়তা করে তাদের অালোকিত জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যুক্তরাজ্যে বসবাসরত কানাইঘাট এলাকার তরুন মেধাবী পরিশ্রমী যুবকদের সমন্নয়ে গঠিত এই সংগঠনের কার্যক্রমে বিশ্বের যেকোন দেশ থেকে সুহৃবান ব্যক্তিবর্গ অংশ নিতে পারবে বলে নব গঠিত কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।
কমিটি গঠন উপলক্ষে গত ২০ নভেম্বর রবিবার পূর্ব লন্ডনের একটি হলে সভা অনুষ্ঠিত হয়। এতে সর্ব সম্মতিক্রমে প্রফেসর আব্দুল মালিককে সভাপতি, শামীম আহমদকে সাধারণ সম্পাদক, বদরুল ইসলামকে (এমএসসি) ট্রেজারার করে একটি কমিটি গঠন করা হয় এবং এ কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব প্রদান করা হয়। শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে জানিয়েছেন ট্রাষ্টের সাধারণ সম্পাদক শামীম অাহমদ।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়