কানাইঘাট নিউজ ডেস্ক: দলে
টি-টোয়েন্টি ক্রিকেটের বড় বড় তারকারা থাকলেও বিদেশি খেলানো যাবে সর্বোচ্চ
চার জন। এক্ষেত্রে কাকে রেখে কাকে দলে নেয়া হবে সেটি নিয়েই সমস্যায় পড়েছেন
ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান।
গত আসরে রংপুর রাইডার্সে খেলা সাকিব এবার ঢাকার নেতৃত্ব দেবেন। সাকিবের দলে বিদেশি তারকাদেরও কমতি নেই। ডায়নামাইটসের গত আসরের অধিনায়ক কুমার সাঙ্গাকারা আছেন এবার, সঙ্গে আছেন লঙ্কান কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনেও।
এদিকে টি-টোয়েন্টি স্পেশালিস্ট ডোয়াইন ব্রাভো ও আন্দ্রে রাসেল তো আছেনই। এছাড়াও গত বিপিএলের সেঞ্চুরিয়ান এভিন লুইস, রবি বোপারা, দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ওয়েইন পার্নেল, লঙ্কান অলরাউন্ডার সিকুগে প্রসন্ন, পাকিস্তানি তরুণ লেগ স্পিনার উসামা মির।
এই তারকাদের মধ্য থেকে কোন চারজনকে নেয়া হবে সেটি নিয়েই সমস্যার কথা জানালেন সাকিব, 'কাজটা একটু কঠিন তো হয়ই'। কোটা অনুযায়ী চারজন বিদেশি ক্রিকেটার খেলতে পারবে। আমার দলে অন্তত ৬-৭ জন আছে খেলার মত। সবাইকে তো খেলাতে পারব না। টিম ম্যানেজমেন্ট আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেব।
শনিবার টুর্নামেন্টের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ঢাকা ডায়নামাইটস।
গত আসরে রংপুর রাইডার্সে খেলা সাকিব এবার ঢাকার নেতৃত্ব দেবেন। সাকিবের দলে বিদেশি তারকাদেরও কমতি নেই। ডায়নামাইটসের গত আসরের অধিনায়ক কুমার সাঙ্গাকারা আছেন এবার, সঙ্গে আছেন লঙ্কান কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনেও।
এদিকে টি-টোয়েন্টি স্পেশালিস্ট ডোয়াইন ব্রাভো ও আন্দ্রে রাসেল তো আছেনই। এছাড়াও গত বিপিএলের সেঞ্চুরিয়ান এভিন লুইস, রবি বোপারা, দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ওয়েইন পার্নেল, লঙ্কান অলরাউন্ডার সিকুগে প্রসন্ন, পাকিস্তানি তরুণ লেগ স্পিনার উসামা মির।
এই তারকাদের মধ্য থেকে কোন চারজনকে নেয়া হবে সেটি নিয়েই সমস্যার কথা জানালেন সাকিব, 'কাজটা একটু কঠিন তো হয়ই'। কোটা অনুযায়ী চারজন বিদেশি ক্রিকেটার খেলতে পারবে। আমার দলে অন্তত ৬-৭ জন আছে খেলার মত। সবাইকে তো খেলাতে পারব না। টিম ম্যানেজমেন্ট আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেব।
শনিবার টুর্নামেন্টের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ঢাকা ডায়নামাইটস।
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়