Tuesday, November 22

কানাইঘাটে পরিবেশ বিধ্বংসী শ্যালো মেশিন ধ্বংস


নিজস্ব প্রতিবেদক: নান্দনিক সৌন্দর্য্যরে অপরূপ সীমান্তবর্তী কানাইঘাট লোভা নদী থেকে নির্বিচারে প্রধানমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে প্রভাবশালী পাথর খেকো চক্র কর্তৃক ইঞ্জিন চালিত শ্যালো মেশিনের সাহায্যে শেইভ দিয়ে পাথর উত্তোলনের সংবাদ সম্প্রতি কানাইঘাট নিউজসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর টনক নড়েছে উপজেলা প্রশাসনের। লোভাছড়া কোয়ারী সংক্রান্ত প্রকাশিত সংবাদটি সিলেটের উর্ধ্বতন প্রশাসনের দৃষ্টিগোচর হলে কোয়ারী এলাকা থেকে বোমা মেশিন ও শেইভের সাহায্যে পাথর উত্তোলন বন্ধ এবং এই ব্যাপারে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়াকে নির্দেশ প্রদান করা হয়। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মঙ্গলবার বেলা ১টার দিকে নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে ভূমি অফিসের কর্মকর্তা এবং থানা পুলিশকে সাথে নিয়ে কোয়ারী এলাকায় যান লোভা নদী থেকে অবৈধ ভাবে পাথর উত্তোলন ও শেইভ মেশিন ধ্বংস অভিযানে। নির্বাহী কর্মকর্তা কোয়ারীতে আসছেন জানতে পেরে অবৈধভাবে পাথর উত্তোলনকারীরা ইঞ্জিন চালিত নৌকা ও শেইভ মেশিন নিয়ে অনেকে পালিয়ে যায়। এসময় কোয়ারী এলাকায় অভিযান চালিয়ে প্রায় অর্ধশতাধিক ইঞ্জিন চালিত শেইভ মেশিন অকেজো ও ধ্বংস করেন নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া। কোয়ারী এলাকায় এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি কানাইঘাট নিউজকে জানিয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়