Saturday, November 26

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্র দিঘলিয়া এলাকায় দু’ট্রাকের সংঘর্ষে মা ও ছেলের নিহত হয়েছে। আজ শনিবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মা রুবি বেগম (৩০) ও ছেলে শিশু রেফাত (০৩)।

গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির এসআই আবদুস সুবাহান জানান, ভোরে ঢাকা থেকে বাসা পরিবর্তন করে মালামাল নিয়ে সদরের হরিদাসপুর এলাকায় যাচ্ছিল এক দম্পতি। উপজেলার চন্দ্রা-দিঘলিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে এই ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলে মারা যায়।

আহত বাবাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়