গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্র দিঘলিয়া এলাকায় দু’ট্রাকের সংঘর্ষে মা ও
ছেলের নিহত হয়েছে। আজ শনিবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মা রুবি বেগম (৩০) ও ছেলে শিশু রেফাত (০৩)।
গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির এসআই আবদুস সুবাহান জানান, ভোরে ঢাকা থেকে বাসা পরিবর্তন করে মালামাল নিয়ে সদরের হরিদাসপুর এলাকায় যাচ্ছিল এক দম্পতি। উপজেলার চন্দ্রা-দিঘলিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে এই ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলে মারা যায়।
আহত বাবাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির এসআই আবদুস সুবাহান জানান, ভোরে ঢাকা থেকে বাসা পরিবর্তন করে মালামাল নিয়ে সদরের হরিদাসপুর এলাকায় যাচ্ছিল এক দম্পতি। উপজেলার চন্দ্রা-দিঘলিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে এই ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলে মারা যায়।
আহত বাবাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়