Tuesday, November 22

গণভবনে আইভী-শামীম


কানাইঘাট নিউজ ডেস্ক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় বাসভবন গণভবনে এসেছেন নারায়ণগঞ্জে সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভী এবং সংসদ সদস্য শামীম ওসমান। মঙ্গলবার সন্ধ্যা ছয়টার পর দুজনই ব্যক্তিগত গাড়িতে করে গণভবনে প্রবেশ করেন। আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, গণভবনে আইভী, শামীমসহ নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করবেন। বৈঠকে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সবাইকে নির্দেশ দেয়া হবে। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ প্রার্থী হিসেবে যে তিনজনের নাম কেন্দ্রে পাঠিয়েছিল, সেই তালিকায় নাম ছিল না বর্তমান মেয়র আইভীর। অবশ্য তাদের অবস্থান উপেক্ষা করে কেন্দ্র থেকে মনোনয়ন দেয়া হয়েছে আইভীকে। এরপর নির্বাচনে কোনো রকম বিরোধ এড়াতে একই দলের পরস্পরবিরোধী দুই নেতা সেলিনা হায়াৎ আইভী এবং শামীম ওসমানকে গণভবনে ডেকে পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বৈঠকে প্রার্থী হতে ইচ্ছা পোষণকারী মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান এবং বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদকেও ডাকা হয়। প্রসঙ্গত, ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন চান আইভী ও শামীম। তবে শেষ পর্যন্ত দল শামীম ওসমানকে সমর্থন দেয়। আইভী স্বতন্ত্র নির্বাচন করে বিপুল ভোটের ব্যবধানে শামীম ওসমানকে পরাজিত করেন। ---ঢাকাটাইমস

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়