নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটে গরুর পৃথক কয়েকটি মাংসের টুকরায় আরবিতে মহান আল্লাহ রাব্বুল আল-আমিনের নাম “আল্লাহু” ও মোহাম্মদ (সাঃ) এর নাম”মোহাম্মদ” লেখা পাওয়া গেছে। জানা যায়,কানাইঘাট উপজেলার ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউ'পির লামা দলইকান্দি গ্রামের শামসুল হক’র বাড়িতে গরুর মাংস রান্না করার সময় মাংসের মধ্যে “আল্লাহু” “মোহাম্মদ” নাম লেখা পাওয়া গেছে। এ ঘটনাটি জানাজানি হলে আশপাশের লোকজন বিষয়টি দেখার জন্য শামসুল হকের বাড়ীতে ভীড় জমাচ্ছে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়