কানাইঘাট নিউজ ডেস্ক::
সন্ত্রাসবাদ বন্ধ করতে হলে পরিবারের ভূমিকা রয়েছে। তাকে ফিরিয়ে আনার জন্য
ভাই-বোন, বাবা-মা শিক্ষকদের কাজ করতে হবে বলে মনে করেন ঢাকা মহানগর পুলিশের
জঙ্গি বিরোধী বিশেষ শাখা কাউন্টার টোরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল
ইউনিটের অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম।
শনিবার বেলা ১১টার সময়ে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উদ্দোগ্যে আয়োজিত 'সন্ত্রাসবাদ ও তারুণ্য: সমস্যা ও সমাধান' বিষয়ক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মনিরুল ইসলাম বলেন, এক দুইজন রিকুইটার মোটিভেটর পুরো ব্যবস্থাকে বদলে দিচ্ছে। এছাড়াও একজন রিকুইটার বা মোটিভেটর পবিত্র কোরআন শরীফের খণ্ডিত একটি আয়াতের বিকৃত ব্যাখ্যা দিয়ে সন্ত্রাসবাদের দিকে নিয়ে যাচ্ছেন। এক্ষেত্রে ইসলামী ধর্মগুরুদের পবিত্র কোরআনের সঠিক ব্যাখ্যা দিতে হবে।
তিনি আরো বলেন, শুধুমাত্র আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে সন্ত্রাস দমন করা সম্ভব নয়। সরকার গুলশান অ্যাটাকের পরে নানা ধরনের কর্মসূচি নিয়েছেন। লক্ষাধিক ইমাম ফতোয়া দিয়েছেন, এটা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেনি। তবে এটি বড় একটি ঘটনা। যে লোকটি প্রকৃত ধর্ম বোঝেন তিনি কোন অন্যায় করতে পারেন না। পরিবারের লক্ষ রাখতে হবে ছেলে মেয়েদের আচারণগত পরিবর্তন যদি রেডিকালাইজেশন হয়। তাহলে তাকে ভাই-বোন, বাবা-মা শিক্ষকদের ফিরিয়ে আনতে হবে।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রধান মন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্ট ইকবাল সোবাহান চৌধুরী, মূল আলোচক ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. তুরিন আফরোজ এবং আলোচনা সভার সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চোয়ারপার্সন ড. মোহাম্মদ ফরাস উদ্দিন।
শনিবার বেলা ১১টার সময়ে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উদ্দোগ্যে আয়োজিত 'সন্ত্রাসবাদ ও তারুণ্য: সমস্যা ও সমাধান' বিষয়ক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মনিরুল ইসলাম বলেন, এক দুইজন রিকুইটার মোটিভেটর পুরো ব্যবস্থাকে বদলে দিচ্ছে। এছাড়াও একজন রিকুইটার বা মোটিভেটর পবিত্র কোরআন শরীফের খণ্ডিত একটি আয়াতের বিকৃত ব্যাখ্যা দিয়ে সন্ত্রাসবাদের দিকে নিয়ে যাচ্ছেন। এক্ষেত্রে ইসলামী ধর্মগুরুদের পবিত্র কোরআনের সঠিক ব্যাখ্যা দিতে হবে।
তিনি আরো বলেন, শুধুমাত্র আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে সন্ত্রাস দমন করা সম্ভব নয়। সরকার গুলশান অ্যাটাকের পরে নানা ধরনের কর্মসূচি নিয়েছেন। লক্ষাধিক ইমাম ফতোয়া দিয়েছেন, এটা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেনি। তবে এটি বড় একটি ঘটনা। যে লোকটি প্রকৃত ধর্ম বোঝেন তিনি কোন অন্যায় করতে পারেন না। পরিবারের লক্ষ রাখতে হবে ছেলে মেয়েদের আচারণগত পরিবর্তন যদি রেডিকালাইজেশন হয়। তাহলে তাকে ভাই-বোন, বাবা-মা শিক্ষকদের ফিরিয়ে আনতে হবে।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রধান মন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্ট ইকবাল সোবাহান চৌধুরী, মূল আলোচক ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. তুরিন আফরোজ এবং আলোচনা সভার সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চোয়ারপার্সন ড. মোহাম্মদ ফরাস উদ্দিন।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়