Friday, November 4

সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে কানাইঘাটে মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ডাকে সম্প্রতি ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর, হবিগঞ্জের মাধবপুর ও সুনামগঞ্জের ছাতক সহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের মন্দির-মঠ ভাংচুর ও বাড়ীঘরে হামলার প্রতিবাদে এবং দোষীদের চিহ্নিত করে দ্রুত বিচারের দাবীতে কানাইঘাট উপজেলা শাখা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে কানাইঘাট বাজারে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বিকেল ৫টায় বাজার ত্রিমোহনী পয়েন্টে আধা ঘন্টা ব্যাপী উক্ত মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহণ করে বক্তব্য রাখেন, জেলা ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট রঞ্জন ঘোষ, সাধারণ সম্পাদক ধনঞ্জয় দাস ধনু, জেলা ছাত্র যুব ঐক্য পরিষদ নেতা সবিনয় মল্লিক, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি দূর্গা কুমার দাস, পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সলীল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক ভজন লাল দাস, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক রিংকু চক্রবর্তী, চিত্রশিল্পী ভানু লাল দাস, উপজেলা ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি বিধান চৌধুরী, পৌর শাখার সভাপতি বিপ্লব কান্তি দাস অপু প্রমুখ। মানববন্ধনে বলেন, বাংলাদেশে সকল ধর্মের মানুষ একসাথে শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছেন। ধর্মীয় এ সম্প্রীতি বিনষ্ট করার জন্য একটি অশুভ মহল বিভিন্ন সময়ে কারো দ্বারা ধর্মীয় বিভাজন তৈরি হয় এমন ইস্যু তৈরি করে গুজব রটিয়ে সংখ্যালঘুদের বাড়ীঘর ও মন্দিরে ভাংচুর করে নৈরাজ্য সৃষ্টি করে। এসব অশুভ ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়