কানাইঘাট নিউজ ডেস্ক:
সম্প্রতি মসজিদে মাইকে অাজান নিষিদ্ধের বিল এনেছে ইসরায়েলে নেতানিয়াহু
সরকার। এছাড়া ধর্মীয় ব্যাপারে ব্যাপক বিধিনিষেধ আরোপ করেছে তারা।
ফিলিস্তিনের মুসলমানদের টার্গেট করেই এমন ব্যবস্থা নিয়েছে ইসরায়েল।
এবার সেই প্রস্তাবের প্রতিবাদে ইসরাইলের সংসদ নেসেটে আজান দিয়ে প্রতিবাদ জানালেন এক মুসলিম পার্লামেন্ট সদস্য। অভিনব পদ্ধিতে প্রতিবাদ জানানো ওই ফিলিস্তিনি এমপির নাম আহমাদ আল তিবি।
৫৭ বছর বয়সী ইসরাইল পার্লামেন্ট নেসেটের সদস্য আহমাদ তিবি সোমবার সংসদ চলাকালে বক্তব্যের সুযোগ পান।
সংসদে বক্তব্যের সুযোগ পেয়ে তিনি শব্দ দূষণের অভিযোগ তুলে ইসরাইলি মন্ত্রিসভায় ফিলিস্তিনের মসজিদে মাইকে আজান সম্প্রচার নিষিদ্ধের প্রস্তাব অনুমোদনের তীব্র সমালোচনা ও বিরোধীতা করেন। এর পর তিনি আজান দেওয়া শুরু করেন। এ সময় সংসদে তুমুল হৈ-চৈ শুরু হয়। তিনি সেদিকে ভ্রক্ষেপ না করে আজান শেষ করে ডায়াস ছাড়েন।
আজান দেওয়ার আগে সংসদের বক্তব্যে আহমদ তিবি বলেন, আজান সীমিত করার প্রস্তাবিত বিল সম্পূর্ণ অন্যায়। এটা ইসরাইলি সম্প্রদায়ের ফ্যাসিবাদী চিন্তার প্রতিফলন। এটা কথিত ইসলামফোবিয়া থেকে করা হচ্ছে। এর ফলে এ অঞ্চলে শান্তি প্রক্রিয়া বিঘ্নিত হবে, সংঘাত বাড়বে।
এবার সেই প্রস্তাবের প্রতিবাদে ইসরাইলের সংসদ নেসেটে আজান দিয়ে প্রতিবাদ জানালেন এক মুসলিম পার্লামেন্ট সদস্য। অভিনব পদ্ধিতে প্রতিবাদ জানানো ওই ফিলিস্তিনি এমপির নাম আহমাদ আল তিবি।
৫৭ বছর বয়সী ইসরাইল পার্লামেন্ট নেসেটের সদস্য আহমাদ তিবি সোমবার সংসদ চলাকালে বক্তব্যের সুযোগ পান।
সংসদে বক্তব্যের সুযোগ পেয়ে তিনি শব্দ দূষণের অভিযোগ তুলে ইসরাইলি মন্ত্রিসভায় ফিলিস্তিনের মসজিদে মাইকে আজান সম্প্রচার নিষিদ্ধের প্রস্তাব অনুমোদনের তীব্র সমালোচনা ও বিরোধীতা করেন। এর পর তিনি আজান দেওয়া শুরু করেন। এ সময় সংসদে তুমুল হৈ-চৈ শুরু হয়। তিনি সেদিকে ভ্রক্ষেপ না করে আজান শেষ করে ডায়াস ছাড়েন।
আজান দেওয়ার আগে সংসদের বক্তব্যে আহমদ তিবি বলেন, আজান সীমিত করার প্রস্তাবিত বিল সম্পূর্ণ অন্যায়। এটা ইসরাইলি সম্প্রদায়ের ফ্যাসিবাদী চিন্তার প্রতিফলন। এটা কথিত ইসলামফোবিয়া থেকে করা হচ্ছে। এর ফলে এ অঞ্চলে শান্তি প্রক্রিয়া বিঘ্নিত হবে, সংঘাত বাড়বে।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়