Sunday, November 20

জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

কানাইঘাট নিউজ ডেস্ক: দেশে প্রথমবারের মত অনুষ্ঠেয় জেলা পরিষদ নির্বাচনের বিস্তারিত সময়সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দেশের ৬১টি জেলা পরিষদে আগামী ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। তিন পার্বত্য জেলা বাদে ভোটগ্রহণের এই দিনক্ষণ চূড়ান্ত করে‌ তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে জেলা পরিষদ নির্বাচনের এই তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকীব উদ্দীন আহমেদ।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ ১ ডিসেম্বর, যাছাই-বাছাই ৩ ও ৪ ডিসেম্বর এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ ডিসেম্বর। আর ভোট গ্রহণ করা হবে ২৮ ডিসেম্বর।

সংশোধিত জেলা পরিষদ আইন অনুযায়ী, জেলা পরিষদ হবে ২১ সদস্যের। যার মধ্যে একজন চেয়ারম্যান, ১৫ জন সদস্য ও ৫ জন সংরক্ষিত মহিলা সদস্য থাকবেন।

তারা নির্বাচিত হবেন সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের ভোটে।

জেলা পরিষদের নির্বাহী ক্ষমতা থাকবে চেয়ারম্যানের কাছে। তবে তার অনুপস্থিতিতে কাউন্সিলরদের মধ্যে থেকে একজন বা সরকারি কর্মকর্তারাও চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে পারবেন। সরকার গেজেট করে সরকারি কোনো কর্মকর্তাকেও এ দায়িত্ব দিতে পারবে।

উল্লেখ্য, তিন পার্বত্য জেলা বাদে দেশের ৬১টি জেলা পরিষদে ২০১১ সালের ১৫ ডিসেম্বর দলীয় নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়