নিজস্ব প্রতিবেদক:
আওয়ামলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ২৩ নভেম্বর বুধবার সিলেট আগমন উপলক্ষ্যে ঐদিন আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত জনসমাবেশ সফল করার লক্ষ্যে কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের দু’টি গ্রুপের উদ্যোগে শনিবার পৃথক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৫টায় কানাইঘাট বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে উপজেলা আ’লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগের আহবায়ক সাবেক মেয়র লুৎফুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক সাবেক প্যানেল মেয়র ফখর উদ্দিন শামীমের পরিচালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক রফিক আহমদ, দক্ষিণ বানীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, এ্যাড. আব্দুস সাত্তার, এ্যাড. মামুন রশিদ, আ’লীগ নেতা ফারুক আহমদ, হোসেইন আহমদ, কাউন্সিলার মাসুক আহমদ, কাউন্সিলর ইসলাম উদ্দিন, ছয়ফুল আলম, জেলা যুবলীগ নেতা আব্দুল হেকিম শামীম, আবুল বাশার, শ্রমিকলীগের সভাপতি জসীম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন প্রমূখ। অপরদিকে প্রধানমন্ত্রীর সমাবেশ সফলের লক্ষ্যে স্থানীয় আল রিয়াদ কমিউনিটি সেন্টারে বিকেল ৩টার সময় আ’লীগের অপর আরেকটি গ্রুপের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা আজমল হোসেনের পরিচালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা আ'লীগের যুগ্ন-আহবায়ক ও কানাইঘাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিনের পরিচালনায় উক্ত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক ফারুক আহমদ, শ্রী রিংকু চক্রবর্তী, পৌর আ’লীগের যুগ্ম আহবায়ক চিত্রশিল্পী বানু লাল দাস, উপজেলা আ’লীগ নেতা সিরাজুল ইসলাম খোকন, কানাইঘাট সদর ইউপি আ’লীগের সভাপতি মাষ্টার মামুন আহমদ, সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, বড়চতুল ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ জামিল, আ’লীগ নেতা আব্দুর রশিদ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন চৌধুরী, স্বেচ্ছাসেবকলীগ নেতা আজমল হোসেন, কাউন্সিলার বিলাল আহমদ, কাউন্সিলার শাহাব উদ্দিন, মাহবুবুল আম্বিয়া, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শাহাব উদ্দিন, ছাত্রলীগ নেতা আসাদ উদ্দিন, রুবেল আহমদ সাগর প্রমুখ। সভায় এ গ্রুপের নেতৃবৃন্দ ২৩ নভেম্বর প্রধানমন্ত্রীর আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায় অধ্যক্ষ সিরাজুল ইসলাম ও মেয়র নিজাম উদ্দিনের নেতৃত্বে যোগ দেওয়ার জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহবান জানান। এদিকে গত শুক্রবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সমাবেশ সফলের লক্ষ্যে কানাইঘাট পৌর আ’লীগের উদ্যোগে এক প্রস্তুতি সভা ডাকবাংলোয় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, পৌর আ’লীগের আহবায়ক জামাল উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল্লাহ, যুগ্ম আহবায়ক নাসির আহমদ, খলিলুর রহমান, শাহেদ আহমদ প্রমুখ।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়