Monday, November 21

কানাইঘাটে ব্লেড দিয়ে আঘাত করে ৩ সন্তানের জনকের আত্মহত্যা


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাটে ৩ সন্তানের জনক মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি নিজের গলায় ধারালো ব্লেড দ্বারা উপর্যুপরি আঘাত করে রক্তাক্ত জখম হয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনাটি ঘটেছে সোমবার বিকেল অনুমান ২টায় কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির মুজম্মিল আলীর বাড়ীতে। জানা যায়, মৃত মুজম্মিল আলীর পুত্র মানসিক ভারসাম্যহীন মঈন উদ্দিন (৩৮) দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভোগছিলেন। একসময় মঈন উদ্দিন প্রবাসে ছিল। সেখান থেকে দেশে অসুস্থ অবস্থায় ফিরে এসে মানসিক ভারসাম্য অবস্থায় ১০/১২ বৎসর পূর্বে বিয়ে করে। দেড় বৎসর পূর্বে স্ত্রীর সাথে মঈন উদ্দিনের ডিভোর্স হয়। এরপর থেকে শিকল বাঁধা অবস্থায় নিজ গৃহে মানসিক ভারসাম্যহীন মঈন উদ্দিন বসবাস করে আসছিল। সোমবার বেলা দেড়টার দিকে মঈন উদ্দিন তার মেয়ে পপিকে দিয়ে ২টাকা দামের একটি ব্লেড কিনে আনেন। মেয়ের কাছ থেকে ব্লেড নিয়ে পরিবারের সবার অগোচরে নিজ গৃহে গলায় ব্লেড দিয়ে উপর্যুপরি আঘাত করে রক্তাক্ত জখম হয়ে আত্মহত্যা করেন মঈন উদ্দিন। খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির ও স্থানীয় ইউপি চেয়ারম্যান জেমস্ লিও ফারগুসন নানকা ঘটনাস্থলে গিয়ে মঈন উদ্দিনের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে থানায় নিয়ে আসেন। মঙ্গলবার ময়না তদন্তেও জন্য নিহতের ওমেক হাসপাতালে পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানাগেছে। এ ঘটনায় কানাইঘাট থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়