Wednesday, November 16

আযান নিষিদ্ধ করছে ইসরায়েল

আযান নিষিদ্ধ করছে ইসরায়েল

কানাইঘাট নিউজ ডেস্ক:বিতর্কিত বিল উপস্থাপন করেছেন প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। গত রোববার বিলটি উপস্থাপন করা হয় বলে জানিয়েছে দ্য ডন।
 
এদিকে সরকারি এ কর্মকাণ্ডকে ধর্মীয় স্বাধীনতায় হুমকি হিসেবে দেখছে পর্যবেক্ষক মহল।
 
মন্ত্রিসভা বৈঠকে নেতানেয়াহু খসড়া বিলটি উত্থাপন করেন। তিনি এসময় বলেন, অকারণে বিভেদ সৃষ্টিকারীদের বিপক্ষে এটি একটি পদক্ষেপ।
 
ইসরায়েলি গণমাধ্যম বলছে, বিলটি পাশ হলে জনগণকে প্রার্থনার জন্য আহ্বান করার রীতি বন্ধ হয়ে যাবে।
 
মন্ত্রিসভা বৈঠকে নেতানিয়াহু আরও বলেন, প্রার্থনার জন্য আহ্বান করার রীতিতে জনগণের ভোগান্তি বাড়ে। অতিরিক্ত শব্দ দূষণেরও সৃষ্টি হয় বলে অভিযোগ করেন তিনি। বিলটি পাশ হলে তা সব সম্প্রদায়ের প্রার্থনা ঘরের জন্যই প্রযোজ্য হবে। তবে মসিজদগুলোই এই বিলের আসল টার্গেট বলে অভিযোগ উঠেছে।
 
ইসরায়েলি জনগোষ্ঠীর ১৭.৫ শতাংশ আরব। এর মধ্যে বেশিরভাগই মুসলিম। ইহুদি সম্প্রদায়ের লোকদের তুলনায় তারা অনেক বেশি বৈষম্যের শিকার হন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়