Saturday, November 26

সিলেটের জিন্দাবাজারে কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা


কানাইঘাট নিউজ ডেস্ক: নগরীর জিন্দাবাজারে দৃর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছেন মিসবাহ উদ্দিন (২০) নামে এক যুবক। শনিবার রাত ৮টার দিকে কাজি ম্যানশনের সামনে এ ঘটনা ঘটে। নিহত মিসবাহ নগরীর মজুমদারী এলাকার রহমত উল্লাহর ছেলে। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলায়। গত বছর সিলেট কমার্স কলেজ থেকে এইচএসসি পাস করে আর উচ্চ শিক্ষার জন্য ভর্তি হননি তিনি। স্থানীয়রা জানান, রাত আটটার দিকে দুই-তিনজন অজ্ঞাতনামা দুর্বৃত্ত তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশের ধারণা, পুর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান শুরু করেছে পুলিশ, এমনটা জানান ওসি। ---সিলেটভিউ২৪ডটকম

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়