Monday, November 14

স্বাস্থ্য মন্ত্রীর কাছ থেকে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এম্বুলেন্স গ্রহন করলেন হুইপ সেলিম


কানাইঘাট নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্ঠা আলহাজ্ব সেলিম উদ্দিন এমপি কানাইঘাট উপজেলার জনসাধারনের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য একটি এম্বুলেন্স আজ আনুষ্ঠানিকভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য মন্ত্রী জনাব মোহাম্মদ নাসিমের হাত থেকে গ্রহন করেন হুইপ সেলিম উদ্দিন এমপি। এসময় আরোও উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আবুল হারিছ। মাননীয় স্বাস্থ্য মন্ত্রী এক মাসের মধ্যে জকিগঞ্জ এবং কানাইঘাটে দুটি এম্বুলেন্স প্রদান করায় তাকে আন্তরিক অভিনন্দন জানান, বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দিন এমপি জকিগঞ্জ-কানইঘাটবাসীর পক্ষ থেকে মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়