Friday, November 4

স্বাস্থ্য পরীক্ষা করাতে আজ গাজীপুর যাবেন প্রধানমন্ত্রী

স্বাস্থ্য পরীক্ষা করাতে আজ গাজীপুর যাবেন প্রধানমন্ত্রী

কানাইঘাট নিউজ ডেস্ক: গাজীপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাতে  আজ শুক্রবার গাজীপুর যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান প্রধানমন্ত্রীর গাজীপুর যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার সকাল ৮টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য পরীক্ষা করাতে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে আসবেন।

গতকাল বিকেলে জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরির্দশক (এসআই) মো. হারুন অর রশিদ জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর আসা উপলক্ষে হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়