Sunday, November 13

পাকিস্তানের মাজারে বোমা হামলা, নিহত ৪৩

পাকিস্তানের মাজারে বোমা হামলা, নিহত ৪৩

কানাইঘাট নিউজ ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তানে সুফি মুসলিমদের শাহ নূরানি মাজারে বোমা হামলায় অন্তত ৪৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে শতাধিক মানুষ।

স্থানীয় কর্মকর্তারা জানান, গুরুতর আহতদের চিকিৎসার জন্য করাচি নিয়ে যাওয়া হচ্ছে।

ডন অনলাইনের প্রতিবেদন এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বোমা হামলার সময় সুফি মুসলিমদের ঐহিত্যবাহী নৃত্য চলছিল। তবে মাজারটি প্রত্যন্ত কুজদার জেলায় হওয়ায় উদ্ধারকর্মীদের সেখানে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে।

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করেছে বলে এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে। আইএস পরিচালিত আমাক নিউজ এজেন্সিতে ওই হামলা দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে সংগঠনটি।

বেলুচিস্তান প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মির সরফরাজ আহমেদ বাগতি এক সংবাদ সম্মেলনে বলেছেন, 'ওই বিস্ফোরণে কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছেন'।

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এ হামলার নিন্দা জানিয়েছেন এবং হতাহতদের উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়