Saturday, November 19

জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ডক্টর এনামূল হক সরদারের কানাইঘাটে গণসংযোগ


নিজস্ব প্রতিবেদক: আসন্ন সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী ড. মোঃ এনামূল হক সরদার কানাইঘাটে দিনভর জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় ও গণসংযোগ করেছেন। শনিবার দিন ব্যাপী জেলা পরিষদের অন্যতম চেয়ারম্যান প্রার্থী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণদার, সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত ব্যবসায়ী উদ্যেক্তা এনামুল হক সরদার জেলা পরিষদের ভোটার কানাইঘাট পৌরসভা, কানাইঘাট সদর ইউপি, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি ও বড়চতুল ইউপির নির্বাচিত চেয়ারম্যান, ইউপি সদস্য ও কাউন্সিলারদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে জেলা পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী ড. মোঃ এনামূূল হক সরদার বলেন, হজরত শাহজালাল ও শাহপরান সহ ৩৬০ আউলিয়ার পূণ্য ভূমি প্রবাসী অধ্যুষিত সিলেট জেলাকে আধুনিক উন্নত নিরাপদ নগরী গড়ার লক্ষ্যে এবং সন্ত্রাস, চাঁদাবাজি, দরিদ্র, ক্ষুধা ও শোষণমুক্ত সমাজ গঠন, তথ্য প্রযুক্তি নির্ভর সামাজিক যোগাযোগের মাধ্যমে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিলেট সিটি কর্পোরেশন সমন্বয় পূর্বক অধিকতর শক্তিশালী জেলা পরিষদ গঠনের লক্ষ্যে তিনি জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এজন্য দলমতের উর্ধ্বে উঠে জেলা পরিষদের সম্মানিত ভোটারদের সমর্থন ও সহযোগিতা তিনি কামনা করেছেন। ড. এনামূলক হক সরদার বলেন, শিক্ষাজীবন থেকে শুরু করে কর্মজীবন পর্যন্ত অধ্যবধি তিনি বিভিন্ন শিক্ষা, প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সাথে জড়িত থেকে দেশ ও জাতি এবং সিলেটবাসীর কল্যাণে কাজ করে যাচ্ছেন। জেলা পরিষদকে একটি সার্বজনীন দলমতের উর্ধ্বে উঠে জনগনের সত্যিকার অর্থে সেবার প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার লক্ষ্যে তাকে নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে সমর্থন দেওয়ার জন্য সকলের সার্বিক সহযোগিতা ও নির্বাচিত ভোটারদের প্রতি আহবান জানান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়