কানাইঘাট নিউজ ডেস্ক:
বিপিএলে বরাবরই ভালো করছেন আফগান ক্রিকেটাররা। আফগানিস্তানের কয়েকজন
ক্রিকেটার রয়েছেন আন্তর্জাতিক মানের। তাদের মধ্যে অন্যতম মোহাম্মাদ শাহজাদ।
উইকেট কিপিং কাম ব্যাটিং করেন তিনি।
তুলনামূলক একটু ভারী শরীরের অধিকারী শাহজাদ দৌঁড়ে রান নিতে পছন্দ করেননা তিনি। তার চেয়ে বরং বাউন্ডারি হাঁকিয়ে রান নিতে বেশী পছন্দ তার। তার খেলা দেখে অনেকের পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার ইনজামাম উল হকের কথা মনে পড়ে।
বিপিএলের চতুর্থ আসর চলছে। এই চার আসর মিলিয়ে ব্যাটিংয়ে দারুন রান করলেও এবার উইকেট কিপিংয়ে বিপিএলের ইতিহাস ভেঙ্গেছেন এই আফগান ক্রিকেটার।
বৃহস্পতিবার বরিশাল বুলসের বিপক্ষে পাঁচ ডিসমিসাল করেন রংপুর রাইডার্সের এ উইকেটরক্ষক।
বিপিএলের চার আসরে এই প্রথম কোনো উইকেটরক্ষক এক ম্যাচে পাঁচ ডিসমিসাল করলেন। এর আগে এক ম্যাচে চার ডিসমিসালের ঘটনা আছে মুশফিকুর রহিমম, এনামুল হক বিজয়, কুমার সাঙ্গাকারা ও ব্রেন্ডন টেইলরের। চলতি আসরে মোহাম্মদ শেহজাদ ছাড়া আর কেউ কোন এক ম্যাচে চার ডিসমিসালও করতে পারেনি।
চলতি আসরে ৯ ডিসমিলসাল নিয়ে সবার ওপরে আছে ঢাকা ডায়নামাইটসের শ্রীলঙ্কান উইকেটরক্ষক কুমার সাঙ্গাকারা। আর ৮ ডিসমিসাল নিয়ে তার পরেই রয়েছেন আফগানিস্তানের উইকেটরক্ষক মোহাম্মদ শেহজাদ। বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) এর ইতিহাসে সর্বাধিক ৩৮ ডিসমিসাল মুশফিকুর রহিমের।
বিপিএলের চলতি আসরে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে এই টুর্নামেন্টে এখন পর্যন্ত ব্যাট হাতে ১৬৯ রান করেছেন রংপুর রাইডার্সের এ ওপেনিং ব্যাটসম্যান। এর মধ্যে রয়েছে দুটি ফিফটি ও একটি ম্যান অফ দি ম্যাচের পুরষ্কার।
তুলনামূলক একটু ভারী শরীরের অধিকারী শাহজাদ দৌঁড়ে রান নিতে পছন্দ করেননা তিনি। তার চেয়ে বরং বাউন্ডারি হাঁকিয়ে রান নিতে বেশী পছন্দ তার। তার খেলা দেখে অনেকের পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার ইনজামাম উল হকের কথা মনে পড়ে।
বিপিএলের চতুর্থ আসর চলছে। এই চার আসর মিলিয়ে ব্যাটিংয়ে দারুন রান করলেও এবার উইকেট কিপিংয়ে বিপিএলের ইতিহাস ভেঙ্গেছেন এই আফগান ক্রিকেটার।
বৃহস্পতিবার বরিশাল বুলসের বিপক্ষে পাঁচ ডিসমিসাল করেন রংপুর রাইডার্সের এ উইকেটরক্ষক।
বিপিএলের চার আসরে এই প্রথম কোনো উইকেটরক্ষক এক ম্যাচে পাঁচ ডিসমিসাল করলেন। এর আগে এক ম্যাচে চার ডিসমিসালের ঘটনা আছে মুশফিকুর রহিমম, এনামুল হক বিজয়, কুমার সাঙ্গাকারা ও ব্রেন্ডন টেইলরের। চলতি আসরে মোহাম্মদ শেহজাদ ছাড়া আর কেউ কোন এক ম্যাচে চার ডিসমিসালও করতে পারেনি।
চলতি আসরে ৯ ডিসমিলসাল নিয়ে সবার ওপরে আছে ঢাকা ডায়নামাইটসের শ্রীলঙ্কান উইকেটরক্ষক কুমার সাঙ্গাকারা। আর ৮ ডিসমিসাল নিয়ে তার পরেই রয়েছেন আফগানিস্তানের উইকেটরক্ষক মোহাম্মদ শেহজাদ। বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) এর ইতিহাসে সর্বাধিক ৩৮ ডিসমিসাল মুশফিকুর রহিমের।
বিপিএলের চলতি আসরে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে এই টুর্নামেন্টে এখন পর্যন্ত ব্যাট হাতে ১৬৯ রান করেছেন রংপুর রাইডার্সের এ ওপেনিং ব্যাটসম্যান। এর মধ্যে রয়েছে দুটি ফিফটি ও একটি ম্যান অফ দি ম্যাচের পুরষ্কার।
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়