Tuesday, November 22

বল টেম্পারিং করায় ডু প্লেসিসকে আইসিসির শাস্তি

বল টেম্পারিং করায় ডু প্লেসিসকে আইসিসির শাস্তি

কানাইঘাট নিউজ ডেস্ক: সাউথ আফ্রিকার অধিনায়ক ডু প্লেসিসের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে। তবে কোনো ম্যাচের জন্য নিষিদ্ধ না হলেও জরিমানা দিয়েই আপাতত পার পাচ্ছেন ডু প্লেসিস।

মঙ্গলবার আনুষ্ঠানিক শুনানি শেষে এ তথ্য জানিয়েছে আইসিসি।

ম্যাচ ফির শতভাগ জরিমানা করা হয়েছে ডু প্লেসিসের। নিষিদ্ধ না হলেও তিনটি ডিমেরিট পয়েন্ট যোগ হওয়ায় দুই বছরের মধ্যে চার বা ততোধিক ডিমেরিট পয়েন্ট পেলে নিষেধাজ্ঞায় পড়তে পারেন তিনি।

আইসিসি জানায়, আম্পায়ারদের দেওয়া প্রমাণ ও এমসিসির ক্রিকেট প্রধান জন স্টিভেনসনের দেওয়া মতামতের উপর ভিত্তি করে এই শাস্তি দেওয়া হয়েছে দু প্লেসিকে।

বিবৃতিতে বলা হয়, আম্পায়াররা নিশ্চিত করেছেন, তারা ম্যাচের সময় ঘটনাটি দেখলে তৎক্ষনাৎ ব্যবস্থা নিতেন। আর স্টিভেনসন জানিয়েছেন, টেলিভিশন ফুটেজ দেখে এমসিসির অভিমত, বলে কৃত্রিম বস্তু প্রয়োগ করা হয়েছে।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিপক্ষে হোবার্ট টেস্টের চতুর্থ দিন সকালে মুখের লালা দিয়ে বল ঘষছেন দু প্লেসি। তখন তার মুখে জিহ্বায় ছিল ললি জাতীয় বস্তু।

কৃত্রিম বস্তু ব্যবহার করে বলের অবস্থা পরিবর্তন করা সংক্রান্ত আইসিসি আচরণবিধির লেভেল ২ ভঙ্গের অভিযোগ আনা হয় ডু প্লেসিসের বিরুদ্ধে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়