কানাইঘাট নিউজ ডেস্ক:
জকিগঞ্জে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রিকালে মুকুল নামে একজনকে হাতে নাতে আটক করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পৌরসভার প্রধান সহকারি মো: মনিরুজ্জামান জানান, মাইজকান্দি গ্রামের মৃত সোনাফর আলীর পুত্র্র মুকুল আহমদ অসুস্থ ও পচাঁ গরুর মাংস বিক্রি করছে, এমন অভিযোগ পেয়ে সরেজমিনে গিয়ে সত্যতা পাই।
গর্ভবতি গরুর মাংস বিক্রি করে। বাচ্চাও একটি রয়েছে। সব মিলিয়ে চরম অন্যায় করেছে মুকুল। তাকে আটক করে পুরো বাজার চক্কর দেওয়া হচ্ছে।
পরে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাকে দু-মাসের সাজা দিয়ে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।
খবর বিভাগঃ
অপরাধ বার্তা
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়