Sunday, November 27

নিউইয়র্কে সিলেট এমসি কলেজের প্রাক্তন ছাত্রদের মিলনমেলা

কানাইঘাট নিউজ ডেস্ক: জারুল তলার আড্ডা, ৮০-৮২ কে ফিরে পাওয়ার প্রয়াস – এ শিরোণামে নিউইয়র্কে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল সিলেট সরকারী এমসি বিশ্ববিদ্যালয় কলেজের ’৮২ ব্যাচের প্রাক্তন ছাত্রদের মিলনমেলা।sylhet_gov_mc_university_college_2
নিউইয়র্কের জ্যাকসন হাইটসের খাবার বাড়ি চাইনিজ পার্টি সেন্টারে ফ্লাওয়ার অব দ্য ইস্ট খ্যাত সিলেট সরকারী এমসি বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন ছাত্র যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট রাজনীতিক ও সমাজকর্মী আবদুর রহিম বাদশা ৮২’ ব্যাচের প্রাক্তন ছাত্র বন্ধুদের নিয়ে গত শনিবার রাতে এ পূনর্মিলনীর আয়োজন করেন। অনুষ্ঠানে আবদুর রহিম বাদশা ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, চাকসু’র সাবেক কালচারাল সেক্রেটারী বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিক ও ব্যবসায়ী মামুনুর রশিদ, প্রফেসর ড. মাসুদুল হাসান, ডা. শফিকুল হক চৌধুরী, ডা. মো. সিদ্দিকুর রহমান, ডা. জুবায়ের আহমেদ, ডা. মো. আবু তাহের, ডা. এসএ শামীম, কমিউনিটি এক্টিভিস্ট কাজী অদুদ আহমেদ, নুরুল ইয়াহিয়া, এমএ করিম জাহাঙ্গীর, নোমান হোসেন, আসলাম কবির টিটু, তৌফিক আহমেদ বাবুল, সাব্বির এ মাসহার, রুহেল আমিন, মুহিবুজ্জামান দুলাল, মোস্তাক হোসেন বকুল, জেবিন আহমেদ জীবন, মো. নাহিদ, নিয়াজ এ চৌধুরী, মো. আকলাসুর রহমান, মো. কেফায়েত হোসেন প্রমুখ।sylhet_gov_mc_university_college_3
যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে বসবাসরত সিলেট সরকারী এমসি বিশ্ববিদ্যালয় কলেজের ৮২’ ব্যাচের প্রাক্তন ছাত্ররা এ অনুষ্ঠানে যোগ দেন। এসময় তারা কলেজ জীবনের বর্ণিল স্মৃতিচারণসহ জম্পেস আড্ডায় মেতে ওঠেন।
সভায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত সিলেট সরকারী এমসি বিশ্ববিদ্যালয় কলেজের ৮২’ ব্যাচের প্রাক্তন ছাত্র এবং তাদের পরিবারের সদস্যদের নিয়ে আরো ব্যাপক আকারে পূনর্মিলনী উৎসব আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্বব্যাপি ছড়িয়ে ছিটিয়ে থাকা ৮২’ ব্যাচের প্রাক্তন ছাত্রবন্ধুদের মাঝে সেতুবন্ধন রচনায় আগামী বছরের ২ জুলাই নিউইয়র্কে এ পূনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বক্তারা যার যার অবস্থান থেকে দেশ ও প্রবাসের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। নৈশভোজের মাধ্যমে এ অনুষ্ঠান শেষ হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়