Tuesday, November 22

ট্রাম্পের বিরুদ্ধে মামলা করার হুমকি নিউইয়র্ক মেয়রের

ট্রাম্পের বিরুদ্ধে মামলা করার হুমকি নিউইয়র্ক মেয়রের
কানাইঘাট নিউজ ডেস্ক: মুসলিম আমেরিকানদের বিশেষ তালিকাভুক্ত করাসহ অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের ঢালাওভাবে বহিষ্কারের পদক্ষেপ নিলে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করবেন নিউইয়র্ক মেয়র বিল ডি ব্লাসিয়ো।

আজ সোমবার সকালে নিউইয়র্ক সিটির ডাউন টাউনে ঐতিহাসিক কুপার ইউনিয়নের গ্রেট হলে সর্বস্তরের মানুষের এক সমাবেশে বক্তব্যকালে মেয়র এ ঘোষণা দেন।

এ সময় তিনি ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন গণবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহবান জানান। মেয়র বলেন, সকল ধর্ম, বর্ণ, গোত্র আর জাতিগোষ্ঠির মানুষের মহামিলন কেন্দ্র হচ্ছে এই আমেরিকা। আমেরিকার সংবিধানও সকল নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করার কথা বলেছে।

এমন অবস্থায় রিপাবলিকান প্রেসিডেন্ট যদি সংবিধান পরিপন্থিভাবে সামাজিক ও রাষ্ট্রীয় সম্প্রীতির বন্ধনকে বিপন্ন করার মতো কোন পদক্ষেপ গ্রহণ করেন তবে তার বিরুদ্ধে আইনগত লড়াইয়ের বিকল্প থাকবে না।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়