ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহে বখাটের ছুরিকাঘাতে এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত স্কুল ছাত্রের
নাম রাশেদুজ্জামান লিয়ন (১৫)। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে ময়মনসিংহ শহরের
রেলওয়ে সরকারি উচ্চবিদ্যালয়ের ফটকের সামনে এই দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত লিয়ন ময়মনসিংহ পৌরসভার বলাশপুর এলাকার মালয়েশিয়াপ্রবাসী আকতারুজ্জামানের ছেলে। সে শহরের কেওয়াটখালী রেলওয়ে স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে স্কুলের মাঠের পাশেই বখাটেরা লিয়নকে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহতাবস্থায় সহপাঠীরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। তাৎক্ষণিকভাবে এ ঘটনার কারণ সম্পর্কে কিছু বলতে পারেননি তিনি।
নিহত লিয়ন ময়মনসিংহ পৌরসভার বলাশপুর এলাকার মালয়েশিয়াপ্রবাসী আকতারুজ্জামানের ছেলে। সে শহরের কেওয়াটখালী রেলওয়ে স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে স্কুলের মাঠের পাশেই বখাটেরা লিয়নকে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহতাবস্থায় সহপাঠীরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। তাৎক্ষণিকভাবে এ ঘটনার কারণ সম্পর্কে কিছু বলতে পারেননি তিনি।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়