Friday, November 18

কানাইঘাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন


কানাইঘাট নিউজ ডেস্ক: যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দায়ে স্বামী আজির উদ্দিনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। পাশাপাশি রায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদন্ড প্রদান করা হয়। গতকাল বৃহস্পতিবার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক জুলফিকার হায়াত এ রায় দেন। দন্ডপ্রাপ্ত আজির উদ্দিন কানাইঘাট উপজেলার মমতাজগঞ্জ গ্রামের সোনা উল্লাহর ছেলে। আদালতের এপিপি হুমায়ূন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার বরাত দিয়ে তিনি বলেন, গোলাপগঞ্জের লালনগর গ্রামের মকদ্দছ আলীর মেয়ে রেশমা বেগমকে বিয়ে করেন কানাইঘাট উপজেলার মমতাজগঞ্জ গ্রামের আজির উদ্দিন। ২০১০ সালের ৩০ মার্চ যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলাটিপে হত্যা করেন স্বামী আজির উদ্দিন। এ ঘটনায় ঘটনার পরদিন নিহতের ভাই শাহীন আহমদ বাদি গোলাপগঞ্জ থানায় আজির উদ্দিনকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন। মামলাটি ওই আদালতে বিচার শুরু হলে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আজির উদ্দিনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়