Thursday, November 24

২০১৭ সালে সরকারি ছুটি ২২ দিন

২০১৭ সালে সরকারি ছুটি ২২ দিন

কানাইঘাট নিউজ ডেস্ক: ২০১৭ সালের ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আগামী বছর সাধারণ ও নির্বাহী মিলিয়ে ২২ দিন ছুটি থাকবে।

বৃহস্পতিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ছুটির এই তালিকা অনুমোদন দেওয়া হয়।

পরে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম এই তথ্য জানান।

তিনি জানান, সরকারি ছুটির জন্য প্রতিবছর মন্ত্রিসভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে ছুটির তালিকা অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। বাংলা একাডেমি, ধর্ম মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরের মতামত নিয়ে এ ছুটির তালিকা উপস্থাপিত হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়