Thursday, November 17

কবর জিয়ারতের সময় হাত তুলে দোয়া করার বিধান নিয়ে ইসলামের আলোচলা


কানাইঘাট নিউজ ডেস্ক: আমরা আমাদের আত্মীয়-স্বজনদের কবর জিয়ারত করতে কবরস্থানে যাই। কবর জিয়ারতের সময় অনেককে অনেক রকমের ভঙ্গিতে দেখা যায়। কেউ কেউ দুই হাত তুলে দোয়া করে। আবার কেউ কেউ নামাজের মত বুকে হাত বেধে দোয়া করে। আসলে কবর জিয়ারতের সুন্নত কোনটি? বেশি বেশি কবর জিয়ারত করা সুন্নত। কেননা কবর জিয়ারতের মাধ্যমে মানুষের মন নরম হয়। মানুষ আখিরাত মুখি হয়। কিন্তু সেখানে এমন কিছু করা ঠিাক হবে না যা বিদআত হিসাবে পরিগণিত হয়। কবর জিয়ারত করার সুন্নত তরীকা হলো প্রথমে কবরবাসীকে সালাম দিতে হবে। এরপরে ইসালে সাওয়াবের উদ্দেশ্যে কুরআন থেকে কিছু পড়বে। বিশেষ করে ইয়াছিন, মুলক ও ইখলাস ইত্যাদি পড়তে পারে। এর পরে পশ্চিম দিক হয়ে দাঁড়িয়ে দু হাত তুলে দোয়া করবে। কবর জিয়ারতের সময় হাত বাধার কোন নিয়ম নেই। [আহসানুল ফাতাওয়া৪/২২২]

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়