কানাইঘাট নিউজ ডেস্ক: কানাইঘাট উপজেলার সীমাবাজারস্থ ভদ্রচটি গ্রামের মৃত অাখলু মিয়া ও অাফিয়া বেগমের পুত্র অাব্দুল কাদির জিলানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটে চান্স পেয়েছে। তার মেধাক্রম ৯৩০। সে কানাইঘাট উপজেলার বশির অাহমদ উচ্চ বিদ্যালয় থেকে ২০১৪ সালে এসএসসিতে এ গ্রেড ও সিলেট শাহী ঈদগাহস্থ স্কলার্সহোম থেকে ২০১৬ সালে এইচ এসএসিতে এ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়। সে ভবিষ্যতে একজন পিএইচডি গবেষক হতে চায়। সে সকলের দোয়া প্রার্থী।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
শিক্ষাঙ্গন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়