দু'জনই টগবগে তরুণ। একজন মফিজুল ইসলাম মুন্না (২২)। আরেকজন ও দেলোয়ার
হোসেন চৌধুরী (২৩)। দু'জনেই পেশায় ছাত্র। তাদের বাড়িও একই ইউনিয়নে।মায়াবী চেহারা। একজনের সাথে আরেকজনের
চাল,চলনের অনেকটা মিল খোজে পাওয়া যায়। অল্প বয়সেই তারা
কথাবার্তা ও আচার-আচরণের
মাধ্যমে সবার মন জয় করতে সক্ষম হয়েছিলেন। কিন্তু
অবশেষে দু’জনই মরণব্যাধি ক্যান্সারে কাছে হার মানলেন। মাত্র ৬ দিনের ব্যবধানে বন্ধু,বান্ধব,আত্নীয়,স্বজন
সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন এই
দুই তরুণ।
কানাইঘাট উপজেলার ৩নং দিঘীরপার পুর্ব ইউনিয়নের শাহপুর (কলাবাড়ী)গ্রামের মোঃ মোয়াজ্জম হোসেনের
তৃতীয় পুত্র মফিজুল
ইসলাম মুন্না। সে দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত। অবশেষে গত ২৬ অক্টোবর বুধবার
ভোর ৪টা ৫০ মিনিটে ক্যান্সারে
আক্রান্ত হয়ে মারা যায়। সে জকিগঞ্জের কালীগঞ্জ ইছামতি
ডিগ্রি কলেজের মেধাবী
ছাত্র ছিল। ঐদিন বুধবার দুপুর ২টায় তার নিজ বাড়ি (খলাবাড়ী) জামে মসজিদ মাঠে তার নামাজের জানাযা অনুষ্ঠিত হয়।
অপর দিকে ক্যান্সারে
আক্রান্ত হয়ে আরেক মেধাবী ছাত্র দেলোয়ার
হোসেন চৌধুরী গত ২নভেম্বর মারা
যায়। সে কানাইঘাট ডিগ্রি কলেজের ছাত্র
ছিল। গত বুধবার সকাল ৬টায়
সিলেট ইবনেসিনা হাসপাতালে সে মৃত্যুবরণ করে। দেলোয়ার হোসেন চৌধুরী ৩নং দিঘীরপার পুর্ব ইউনিয়নের রাজপুর গ্রামের সিরাজুল ইসলাম চৌধুরীর ২য় ছেলে। ঐদিন আসরের
নামাজের পর রাজপুর জামে মসজিদ মাঠে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।
এদিকে, দুই তরুণের অকাল মৃত্যুতে এলাকায় শোকের
ছায়া নেমে এসেছে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়