কানাইঘাট নিউজ ডেস্ক:
কানাইঘাট কায়স্থগ্রাম ছাত্রকল্যাণ পরিষদ কর্তৃক পঞ্চমতম চতুর্থ শ্রেণির মেধা বৃত্তি পরীক্ষা ২৬ নভেম্বর শনিবার সকালে কায়স্থগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষায় কানাইঘাট উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডার গার্টেন এবং ইবতেদায়ী মাদ্রাসা থেকে প্রায় দেড়শত শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা সকাল ০৯:৩০ ঘটিকায় শুরু হয়ে দুপুর ১২:০০ ঘটিকায় শেষ হয়।
এসময় সংগঠনের উপদেষ্টা ডা. এবিএম ফারুক আহমদ, কায়স্থগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আনোয়ারুল হক, প্রবাসী লুৎফুর রাহমান, মাস্টার হেলাল আহমদ, কানাইঘাট স্টুডেন্ট এসোসিয়েশনের সদস্য সচিব আসিফ আজহার এবং কানাইঘাট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষকবৃন্দ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
কায়স্থগ্রাম ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি হাফিজ সিফত উল্লাহ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সহ সংগঠনের অন্যান্য সদস্য হাফিজ নুমান আহমদ, ইকবাল ফেরদৌস, জিয়াউর রাহমান, নাবিল আহমদ, তোফায়েল আহমদ, কিবরিয়া আহমদ, হাসান আনসারী, ইকবাল আহমদ মজনু, জামিল বিন আজির উদ্দীন, জামিল আহমদ, সাজু জামান, জাবেদ আহমদ, ইফতেখার উদ্দীন, নাঈম নুমানও ফাহিম প্রমুখ উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক সার্বিক সহযোগিতার জন্য উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে, ২৭ নভেম্বর বিকাল ০৪:০০ ঘটিকার সময় বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এবং ১৭ জানুয়ারী বৃত্তি প্রদান করা হবে বলে জানান।(বিজ্ঞপ্তি)
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়