Saturday, November 26

পাাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ২, আহত ১৪

পাাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ২, আহত ১৪

কানাইঘাট নিউজ ডেস্ক: পাকিস্তানের আফগান সীমান্তের কাছে গোলযোগপূর্ণ উপজাতীয় এলাকায় শনিবার আত্মঘাতী হামলায় দুই পাকিস্তানী সৈন্য নিহত ও অপর ১৪ জন আহত হয়েছে।

খবরটি নিশ্চিত করেছে দেশটির সেনাবাহিনী।

অন্তত চার আত্মঘাতী হামলাকারী উপজাতীয় মোহমান্দ অঞ্চলের গালানি শিবিরে ঢুকে সেখানকার আবাসিক এলাকার একটি মসজিদে হামলা চালায়। এ সময় বিপুল সংখ্যক সৈন্য ফজরের নামাজ আদায় করছিল।

সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘নিরাপত্তা বাহিনীর সদস্যরা হামলাকারীদের চারদিক থেকে ঘিরে ফেলে। এ সময় দুজন হামলাকারী শরীরে বেঁধে রাখা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটায়। অপর দু’জন নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে নিহত হয়।’

এতে আরো বলা হয়, ‘এই হামলায় আধাসামরিক ফ্রন্টিয়ার কর্পসের ২ সৈন্য শহীদ ও অপর ১৪ সৈন্য আহত হয়েছে।’

২৫ অক্টোবর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নগরী কোয়েটার উপকণ্ঠে একটি পুলিশ একাডেমিতে জঙ্গি হামলায় ৫৮ জন নিহত হওয়ার এক মাস পর সর্বশেষ হামলাটি চালানো হলো।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়