Saturday, November 12

কানাইঘাটে জাল দলিল সৃষ্টি করে পল্লীবিদ্যুতের মিটার সংযোগের অভিযোগ


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাটে জাল পর্চা সৃষ্টি করে পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর কানাইঘাট জোনাল অফিস থেকে মিটার সংযোগের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে উপজেলার সদর ইউপির আগ্রিপাড়া গ্রামের মৃত ইউসুফ আলীর পুত্র বিলাল উদ্দিন পল্লীবিদ্যুৎ কানাইঘাট জোনাল অফিসের ডিজিএম বরাবরে গত শনিবার অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, বিলাল উদ্দিনের পৈত্রিক মৌরসী বাড়িতে বিগত ৫/৬ বৎসর যাবত একই গ্রামের মৃত ইছরাক আলীর পুত্র আব্দুল হক অবৈধভাবে বসবাস করে আসছে। এ নিয়ে বর্তমানে আদালতে মামলা মোকদ্দমা বিচারাধীন অবস্থায় রয়েছে। বর্তমানে আব্দুল হক অবৈধ ভাবে বিলাল উদ্দিনের বাড়ীর জাল পর্চা ব্যবহার করে অত্যন্ত গোপনে অবৈধভাবে বসবাসরত আব্দুল হক তাহার নামে নতুন একটি মিটার সংযোগ নিয়েছে। বিষয়টি দৃষ্টিগোচর হলে বাড়ীর প্রকৃত মালিক বিলাল উদ্দিন গং উক্ত মিটার সংযোগ বিচ্ছিহ্ন করার জন্য ডিজিএম বরাবরে উল্লেখিত অভিযোগ এনে দরখাস্ত করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়