Saturday, November 5

কানাইঘাটে ৪৫তম জাতীয় সমবায় দিবস পালিত


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাটে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ৪৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় “সমবায়ের দর্শন টেকসই উন্নয়ন”। সারা বাংলাদেশের ন্যায় শনিবার সকাল ১১টায় কানাইঘাট উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য সমবায় র‌্যালী বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তন হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বড়দেশ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর উপদেষ্টা পরিষদের সভাপতি ও দক্ষিণ বানীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদের সভাপতিত্বে ও উপ সহকারী কৃষি কর্মকর্তা মনসুর আলম এবং উপজেলা সমবায় অফিসের মোঃ জয়নাল উদ্দিনের যৌথ পরিচালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জামাল উদ্দিন। বক্তব্য রাখেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা সাধন চন্দ্র, উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক রফিক আহমদ, রিংকু চক্রবর্তী, পৌর আ’লীগের আহ্বায়ক জামাল উদ্দিন, সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট বিভাগের নির্বাচিত শ্রেষ্ট সমবায় সমিতি সানরাইজ বহুমুখী সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির সদস্য আব্দুল ওয়াদুদ রুহিন, অরন্য সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সম্পাদক শমসের আলম, লোভাছড়া আদর্শ পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সম্পাদক ফখরুল ইসলাম, কানাইঘাট বাজার অগ্রগামী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সম্পাদক সাংবাদিক আব্দুন নুর, সবজিগ্রাম (কায়স্থগ্রাম) কৃষি সমবায় সমিতির সভাপতি তজম্মুল আলী (দরবারী)। আলোচনা সভা শেষে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন, কানাইঘাট বাউল বহুমুখী সমবায় সমিতির সভাপতি বাউলশিল্পী দেওয়ান কালা মিয়া।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়