Sunday, November 27

কাস্ত্রোর শেষকৃত্যে যোগ দেবেন না তার বোন

কাস্ত্রোর শেষকৃত্যে যোগ দেবেন না তার বোন
কানাইঘাট নিউজ ডেস্ক: কিউবার সদ্য প্রয়াত নেতা ফিদেল কাস্ত্রোর বোন জিয়ানিতা কাস্ত্রো তার শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেবেন না। শনিবার স্থানীয় গণমাধ্যম একথা জানিয়েছে। তিনি কয়েক দশক ধরে মায়ামিতে বাস করছেন।

জিয়ানিতা এল নুয়েভো রেলাল্ডকে বলেন, 'গুজব ছড়াচ্ছে যে আমি শেষকৃত্যে যোগ দিতে কিউবার উদ্দেশে রওয়ানা দিয়েছি। আমি পরিষ্কারভাবে জানাতে চাই যে আমি আর কখনোই দ্বীপটিতে ফিরে যাব না। আমার এ ধরনের কোন পরিকল্পনা নেই।'

তিনি আরো বলেন, 'আমি কারো মৃত্যুতে আনন্দিত হই না। ফিদেলের বোন হিসেবে এমন একজন মানুষকে হারিয়েছি, যার সঙ্গে আমার রক্তের সম্পর্ক।'

ফিদেলের ছোট ভাই কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো (৮৫) শুক্রবার মধ্যরাতের দিকে রাষ্ট্রীয় টেলিভিশনে ফিদেলের মৃত্যুর কথা ঘোষণা করেন।

১৯৩৩ সালে জন্ম নেয়া জুয়ানিতা কাস্ত্রো পরিবারের একমাত্র সদস্য যিনি কিউবায় কমিউনিস্ট শাসনের বিরোধিতা করেন।

তার ভাই ৫ দশক ধরে দেশটির কমিউনিস্ট সরকারের নেতৃত্ব দেন। ১৯৬৪ সাল থেকে জুয়ানিতা মায়ামিতে বাস করছেন। ফিদেলকে উচ্ছেদে সিআইএস একটি ষড়যন্ত্রের সঙ্গে তিনি জড়িত ছিলেন বলে ধারণা করা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়