Saturday, November 26

কানাইঘাট উপজেলা ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা আগামী মঙ্গলবার


নিজস্ব প্রতিবেদক: আগামী ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের দিনে কানাইঘাট উপজেলা আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানকে সামনে রেখে উপজেলা ক্রীড়া সংস্থার এক প্রস্তুতি সভা আগামী মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। ক্রীড়া সংস্থার সভাপতি নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া সভাপতিত্বে উক্ত প্রস্তুতি সভায় উপজেলা ক্রীড়া সংস্থার সকল সদস্য এবং সংশ্লিষ্ট সবাইকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কানাইঘাট সাতবাঁক ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ আহবান জানিয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়