Sunday, November 27

ফিদেল ক্যাস্ত্রোর বিখ্যাত দশ উক্তি

ফিদেল ক্যাস্ত্রোর বিখ্যাত দশ উক্তি - বিদেশ

 কানাইঘাট নিউজ ডেস্ক:
মৃত্যুতেও যারা মলিন হয়ে যান না তাদের একজন ফিদেল ক্যাস্ত্রো। মাত্র অল্প কয়েকজন সাথী নিয়ে আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে নিজ জন্মভূমিকে একনায়কত্বের হাত থেকে রক্ষা করেছিলেন তিনি। বিপ্লব পরবর্তীতে দেশে প্রতিষ্ঠা করেছিলেন সুশাসনের রাজনীতি। দীর্ঘদিন ধরে বিপ্লবী সাথীদের নিয়ে মার্কিন আগ্রাসনের মুখে দেশকে এগিয়ে নিয়ে গেছেন তিনি।
বেঁচে থাকতে তাকে হত্যায় প্রায় ৬০০ বার হামলা চালানো হয়েছিল। কিন্তু কোনো হামলাই তাকে ছুতে পারেনি। এই ছুতে না পারার কারণ শুধু ফিদেলের নিরাপত্তা ব্যবস্থাই নয়, উপরন্তু দেশের মানুষের ভালোবাসা। প্রতিবারই অগুনতি মানুষের ভালোবাসায় তিনি রক্ষা পেয়েছেন। দীর্ঘ জীবনের বিভিন্ন সময় তিনি অনেক বক্তব্য রেখেছেন। সেই বক্তব্যগুলো থেকে দশটি বিখ্যাত উক্তি তুলে ধরা হলো পাঠকদের জন্য।
“মাত্র ৮২ জন নিয়ে আমি বিপ্লব শুরু করেছিলাম। আমাকে যদি তা আবারো করতে হয়, তাহলে আমি এবার ১০ অথবা ১৫ জন বিশ্বাসী মানুষ নেবো। যদি তোমার বিশ্বাস এবং কর্ম পরিকল্পনা থাকে তবে যত ক্ষুদ্রই তুমি হও তাতে কিছুই যায় আসে না।” - ১৯৫৯ সালে ভাষণে ক্যাস্ত্রো।
“আমি নিজের দাড়ি কাটতে চাই না। কারণ আমার দাড়িতেই আমি অভ্যস্ত এবং এই দাড়ি আমার দেশের কাছে অনেককিছু। আমরা যখন আমাদের প্রতিশ্রুতি রক্ষা করে একটি ভালো সরকার উপহার দিতে পারবো, সেদিন আমি দাড়ি কাটবো।” - বিপ্লবের ৩০ দিন পর।
“বিপ্লব গোলাপ ফুলের বিছানা নয়। বিপ্লব হলো ভবিষ্যত আর অতীতের মাঝে লড়াই করা।” - ১৯৫৯ সালে।
“সর্বশেষে আমি সিদ্ধান্তে আসতে পেরেছি যে আমাকে শেষ একটি বিষয় ত্যাগ করতে হবে কিউবান জনগণের জন্য। জনগণের স্বাস্থ্য সুরক্ষার জন্য আমাকে ধুমপান বন্ধ করতে হবে।” - ১৯৮৫ সালে।
“শুধু একবার ভেবে দেখুন পৃথিবী থেকে যদি সোস্যালিস্ট কমিউনিটি পুরোপুরি বিলুপ্ত হয়ে যেত হবে কি হতো। এটা যদি সম্ভবও হতো তবু আমি বিশ্বাস করি না যে এটা হতে পারে।” - ১৯৮৯ সাল।

“আমাদের বিপ্লবের সবচেয়ে বড় সুফলের মধ্যে একটি হলো আমাদের বেশ্যারাও কলেজ পাশ করা।” - ২০০৩ সাল।

“আমরা সত্যিই এসব ব্যাপারে কিছুই জানি না। ভদ্রমহোদয়েরা, সত্যি বলতে কি আমরা এটাও জানি না ঠিক কত টাকা নিতে হয়।” - ১৯৯০ সালে আন্তর্জাতিক পর্যটন দিবসে।
“আশি বছর বয়সে এসে আমি সত্যিই সুখী। আমি কখনো এতটা আশা করিনি যেখানে এমন শক্তিশালী প্রতিবেশি যারা প্রতিদিন আমাকে হত্যার চেষ্টা করছে।” ২০০৬ সালে আর্জেন্টিনায়।
“আমরা এমন পুঁজিবাদী দেশ তৈরি করিনি যে দেশের নেতারা হতাশা, মুদ্রাস্ফিতী, বাজার সমস্যা এবং কর্মসংস্থান নিয়ে সমস্যায় পরবে।” - ২০০৮ সালে পত্রিকার কলাম। “কিউবান মডেল সকলের ক্ষেত্রে কাজে দেবে না।” - ২০১০ সালে এক মার্কিন সাংবাদিককে দেয়া সাক্ষাতকারে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়