নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলার ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে তৃণমূল পর্যায়ে প্রতিভাবান ফুটবলারদের বের করার জন্য আগামী ১৯ ডিসেম্বর থেকে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট শুরু হবে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা ক্রীড়া সংস্থার এক প্রস্তুতি সভায় আগামী ১৯ ডিসেম্বর উৎসব মুখর পরিবেশে আন্তঃইউনিয়ন ফুটবলের শুভ উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে বিভিন্ন সিন্ধান্ত গ্রহণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সভাপতি তারেক মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কানাইঘাট সাতবাঁক ইউপির চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশের পরিচালনায় উক্ত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ক্রীড়া সংস্থার উপদেষ্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী। বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ এবং বিভিন্ন ক্লাবের সাবেক ও বর্তমান কৃতি ফুটবলারদের উপস্থিতিতে ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভায় আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টকে উৎসব মুখর পরিবেশে উদ্বোধন ও সম্পন্ন করার লক্ষ্যে বেশ কয়েকটি খেলা পরিচালনা কমিটি গঠন করা হয়। সভায় লটারির মাধ্যমে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের গ্রুপ নির্ধারন করা হয়েছে। কানাইঘাটে ঐতিহ্যবাহী লোভা, সুরমা এবং ইসাবা-কুসি নদীর নামে ৩টি গ্রুপে বিভক্ত হয়ে উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা ফুটবল দল টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। ১ম পর্বের খেলা লীগ ভিত্তিক অনুষ্ঠিত হবে। উক্ত টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার।। ১৯ ডিসেম্বর ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ও ৯নং রাজাগঞ্জ ইউনিয়ন ফুটবল দলের মধ্যে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে। উক্ত খেলায় সিলেটের উর্ধ্বতন যে কোন প্রশাসনিক কর্মকর্তা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করবেন বলে ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মস্তাক আহমদ পলাশ কানাইঘাট নিউজকে জানিয়েছেন। ইউনিয়ন ভিত্তিক এ ফুটবল টুর্নামেন্টের মিডিয়া পার্টনার করা হয়েছে কানাইঘাটের প্রথম এবং জনপ্রিয় আঞ্চলিক অনলাইন দৈনিক কানাইঘাট নিউজ ডট কম কে। ক্রীড়া সংস্থার এ প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা আ'লীগের আহবায়ক ও সাবেক মেয়র লুতফুর রহমান, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, ক্রীড়া সংস্থার সিনিয়র সহ সভাপতি, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির, লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির চেয়ারম্যান জেমস্ লিও ফারগুসন নানকা, বড়চতুল ইউপি চেয়ারম্যান মাওঃ আবুল হোসেন দিঘীরপাড় ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, ঝিঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ আব্বাস উদ্দিন, ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুল হেকিম শামীম, এনামুল হক, সদস্য সাবেক কৃতি ফুটবলার হাজী আব্দুল মালিক, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য এবং কানাইঘাট নিউজের নির্বাহী সম্পাদক নিজাম উদ্দিন, সাংবাদিক জামাল উদ্দিন, উপজেলা ফুটবল দলের প্রধান কোচ আনোয়ার হোসেন সাজু, সহকারী কোচ মাষ্টার জাহেদ আহমদ, টিম ম্যানেজার ইকবাল হোসেন, জসিম উদ্দিন প্রমুখ।
খবর বিভাগঃ
খেলাধুলা
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়