Tuesday, November 22

কানাইঘাটে পুলিশের ব্যাপক তৎপরতা বৃদ্ধি


নিজস্ব প্রতিবেদক: আগামীকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট আগমনকে সামনে রেখে কানাইঘাট উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নজরদারি করার জন্য কানাইঘাট থানা ব্যাপক পুলিশের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। প্রধানমন্ত্রীর আগমন কেন্দ্র করে কানাইঘাটে যাতে করে, কোন গোষ্ঠী, জঙ্গী ও নাশকতা মূলক তৎপরতা করতে না পারে এবং বিভিন্ন মামলার পলাতক আসামী এবং অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতারে পুলিশের তৎপরতা কয়েকদিন ধরে বৃদ্ধি করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির ও ওসি (তদন্ত) কামাল উদ্দিনের নেতৃত্বে উপজেলা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বৃদ্ধি এবং চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সন্দেহ ভাজনদের তল্লাশী করছে বিভিন্ন টিমে বিভক্ত হয়ে থানার সাব ইন্সপেক্টর মর্যাদার পুলিশ কর্মকর্তারা। পাশাপাশি পুলিশি টহল বৃদ্ধি করা হচ্ছে। এব্যাপারে থানার ওসি মোঃ হুমায়ুন কবিরের সাথে কথা হলে তিনি কানাইঘাট নিউজকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বুধবার সিলেট বিভিন্ন অনুষ্ঠানে আগমন উপলক্ষ্যে রুটিন মাফিক উপজেলা জুড়ে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়