Saturday, November 12

কানাইঘাটে সূচনা প্রকল্পের উদ্যেগে উপজেলা পর্যায়ে সরকারী কর্মকর্তা-গণের জন্য জেন্ডার সচেতনতা মূলক ওরিয়েন্টেশন


কানাইঘাট নিউজ ডেস্ক: কানাইঘাট উপজেলায় হেলেন কেলার ইন্টারন্যাশনাল ও এফআইভিডিবি এর উদ্যোগে উপজেলা পর্যায়ে সরকারী কর্মকর্তা-গণের জন্য জেন্ডার সচেতনতা মূলক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার( ১০ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেন্ডার সচেতনতা মূলক ওরিয়েন্টেশনের উদ্বোধন করেন কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী,এবং সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তারেক মোহাম্মদ জাকারিয়া। উক্ত ওরিয়েন্টেশনে আরও উপস্থিত ছিলেন কানাইঘাট থানার অফিসার ইনচার্জ হুমায়ূন কবির, কানাইঘাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আল মিজান,উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, সূচনা প্রকল্পের মোঃ নাজমুল হুদা, ডিভিশনাল ম্যানেজার, হেলেন কেলার ইন্টারন্যাশনাল, এফআইভিডিবি-এর প্রকল্প সমন্বয়কারী ফাহিম সারওয়াত,কানাইঘাট নিউজ ডট কমের সম্পাদক মাহবুবুর রশিদ,গভর্নেন্স কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মোঃ সাদিকুর রহমান ও উপজেলা সমন্বয়কারী জামাল উদ্দিন সহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। ওরিয়েন্টেশন অনুষ্ঠানের সহায়ক ছিলেন প্রোগ্রামের সিনিয়র জেন্ডার স্পেশালিষ্ট কামরুন নাহার, জেন্ডার স্পেশালিষ্ট মমতা চক্রবর্তী ও মোঃ শফিকুর রহমান। উক্ত ওরিয়েন্টেশনে প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলায় প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সকল দপ্তরের প্রায় ৩৫ জন সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধি বৃন্দ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়